মুম্বাইয়ের প্রথম দুই ম্যাচে অনিশ্চিত সূর্য

মার্চ 12, 2024

Spread the love
Suryakumar Yadav. ( Image Source: Twitter )

আসন্ন আইপিএলের ২০২৪ মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দুই ম্যাচে কী অনুপস্থিত থাকতে পারেন দলের অন্যতম ভরসাযোগ্য টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মুম্বাইয়ের ক্রিকেট মহলে। আইপিএল শুরু হতে আর মাত্র দিন দশেক বাকি। গতবারের রানার্স আপ গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে মুম্বাই। শুভমন গিলের দলের বিরুদ্ধে আগামী ২৪শে মার্চ আইপিএল অভিযান শুরু করতে চলেছে রোহিতের দল। যদিও এবারে তাঁদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তিনিও খেলবেন প্রাক্তন দলের বিরুদ্ধেই। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বর্তমানে পরিস্থিতি যা তাতে সময়ের সঙ্গে লড়তে হচ্ছে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারকে। কিছুদিন আগেই সূর্যর হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট একাডেমিতে তার রিহ্যাব চলছে। সূত্র মারফত খবর, সূর্য আইপিএল খেলবেন ঠিকই। কিন্তু কোন ম্যাথ থেকে খেলতে পারবেন সেই বিষয়টা এখনো পরিষ্কার করা হয়নি। সূর্যের প্রথম দু ম্যাচে খেলা নিয়ে ছাড়পত্র এখনো এসে পৌঁছয়নি দলের কাছে। এই পরিস্থিতিতে গোটা বিষয়টিই অনিশ্চয়তার মুখে। প্রসঙ্গত মুম্বাইয়ের দ্বিতীয় খেলা পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। যেটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৭শে মার্চ।

সূর্যের সোশ্যাল মিডিয়ায় গেলে দেখা যাচ্ছে যে তিনি ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন। নানাবিধ ছবিও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যাটিং ভিডিও এখনো কিছু দেননি তিনি।

বিসিসিআইয়ের একটি ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ক্রিকেটার বর্তমানে ফিট থাকলেও মেডিকেল কর্মীরাই তাঁকে এই মুহূর্তে দলের সাথে যোগ দিতে বারণ করেছে। মেডিকেল কর্মীদের তত্ত্বাবধানেই তিনি এই মুহূর্তে রয়েছেন। তারাই তাকে প্রথম কয়েকটি ম্যাচে অংশ নিতে বারণ করেছেন। বিসিআই কর্মকর্তাদের মূল লক্ষ্য হলো তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিট রাখা, যা ১লা জুন থেকে শুরু হতে চলেছে। আগামী ১২ দিনের মধ্যে আইপিএলের প্রথম ম্যাচে নামতে হবে মুম্বাইকে। সূর্য প্রথম ম্যাচ খেলতে না পারলে, সেটা যে মুম্বাইয়ের কাছে একটি বিশাল ধাক্কার, একথা বলাই চলে। সূর্যের অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নিয়ে আসার পরিকল্পনা করছে মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট। হার্দিক তাদের পুরনো ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স এর জন্য তিন নম্বরে যথেষ্ট ভালো খেলেছিলেন। সেই জায়গাতেই তাঁকে নতুন দলে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। ২০২৪ মরসুমে নতুন অধিনায়কের তত্ত্বাবধানে মুম্বাই কেমন পারফর্ম করে এবার সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador