Ajinkya Rahane. (Photo by Mike Hewitt/Getty Images)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন অজিঙ্কা রাহানে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালের জন্য ভারতীয় দলে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো রান পেয়েছিলেন তিনি। ডব্লুটিসির ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন রাহানে। কিন্তু তিনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ভালো রান পাননি তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর অজিঙ্কা রাহানের ধারাবাহিকতা রাখতে না পারার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
জিও সিনেমা দ্বারা আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ওয়াসিম জাফর বলেন, “রাহানেকে তার খেলায় ধারাবাহিকতা দেখাতে হবে, যা তার জন্য একটি সমস্যা যদিও তিনি ৮০-৯০ টেস্ট খেলেছেন (৮৪)। ধারাবাহিকতা একটি সমস্যা তৈরি করেছে, তাকে এটি কাটিয়ে উঠতে হবে কারণ রোহিত শর্মার পরে ভারতের কাছে একটি ভালো অধিনায়কত্বের বিকল্প হিসেবে তিনি রয়েছেন। রাহানেকে রান করতে হবে এবং তারপরে বাকি সবকিছু ঠিকঠাকভাবেই হবে।”
তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া সিরিজে সেই ৩৬ অলআউটের পর থেকে যদি তার ফর্ম দুর্দান্ত হত, যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, মেলবোর্নে সেঞ্চুরি করেছিলেন… তার ফর্ম একই থাকলে, তিনি পরবর্তী টেস্ট অধিনায়ক হতেন। কিন্তু তিনি তার ফর্ম হারালেন এবং বাদ পড়লেন। যাইহোক, তিনি আইপিএলে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এবং ডব্লুটিসি ফাইনালে সুযোগ পেয়েছেন। তাকে সহ-অধিনায়ক পদে নিযুক্ত করা হয়েছিল কারণ ভারতীয় নির্বাচকরা তার মধ্যে একজন ভালো অধিনায়ককে দেখেন। তার বয়সটা কোনো সমস্যা নয় কিন্তু তাকে রান করতে হবে, যদি তিনি না করেন তাহলে তাকে আবার সমস্যার মধ্যে পড়তে হবে।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত মাত্র ১১ রান করেছেন অজিঙ্কা রাহানে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটিতে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার প্রয়োজন হয়নি। তার আগেই ম্যাচটি জিতে নিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সেই ম্যাচে প্ৰথম ইনিংসে ভারত রানের পাহাড় গড়লেও তাতে খুব কম অবদান রাখতে পেরেছিলেন অজিঙ্কা রাহানে। তিনি ১১ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।
দ্বিতীয় টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসেও রান পাননি অজিঙ্কা রাহানে। তিনি ৩৬ বলে মাত্র ৮ রান করে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাট করার প্রয়োজন হলে তিনি অবশ্যই রানে ফিরতে চাইবেন।
The post অজিঙ্কা রাহানের ধারাবাহিকভাবে রান করতে না পারা নিয়ে মুখ খুললেন ওয়াসিম জাফর appeared first on CricTracker Bengali.