Pat Cummins. (Photo Source: Twitter)
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ছিল ৭২ ওভারে ৪ উইকেটে ৩৮৪ রান। জ্যাক ক্রলি ১৮২ বলে ১৮৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ২১টি চার এবং ৩টি ছয় মারেন। তৃতীয় দিনের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ইংল্যান্ড ৪০০ রান পার করে গেছে।
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম পেইন ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের খেলার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়েছেন।
এসইএন ট্যাসি ব্রেকফাস্টকে টিম পেইন বলেন, “আমি এই ব্যাপারে মতামত দেওয়ার আগে বলে দিতে চাই যে আপনার লাউঞ্জে বসে থেকে বা ধারাভাষ্য বক্সে বসে থেকে একটি দলের অধিনায়কত্ব করা অনেক সহজ, এক্ষেত্রে আপনাকে কোনো চাপের মধ্যে থাকতে হয় না।”
তিনি আরও বলেন, “জ্যাক ক্রলির ব্যাটিং অবিশ্বাস্য ছিল এবং গতকাল রাতে ইংল্যান্ডের খেলোয়াড়রা যখনই সুযোগ পেয়েছে তখনই বল উড়িয়ে দিয়েছে, এটি নাশপাতি আকৃতির হয়ে যেতে পারে এবং আমার মনে হয় প্যাট স্বীকার করবে যে গতকাল সে সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেনি। তবে সবসময় সবকিছু ঠিকঠাকভাবে করা সম্ভব নয়, কোনো অধিনায়কই সেটা করতে পারেন না।”
“আপনি শুধু আশা করতে পারেন যে সে আগামীকাল কামব্যাক করবে এবং তারা যেভাবেই হোক রান রেট কমিয়ে দেবে এবং কিছুটা চাপ তৈরি করবে এবং এগুলির পাশাপাশি কয়েকটি উইকেট নেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারে তারা নিশ্চয়ই ভালোভাবে চিন্তা করেছে। অধিনায়ক হিসেবে এটি অবশ্যই তার সেরা দিন ছিল না। বোলার হিসেবে এটি তার সেরা দিন ছিল না এবং মাঠেও এটি তার সেরা দিন ছিল না। প্যাট কামিন্সের ক্যারিয়ারের দিকে তাকালে মনে হচ্ছে যে সে আগামীকালই এটা ঠিক করে ফেলবে কারণ সে এই ব্যাপারে তেমন ভুল করে না।”
চতুর্থ এবং পঞ্চম দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে
অ্যাশেজ সিরিজ জেতার জন্য ইংল্যান্ডকে শেষ দুটি ম্যাচের মধ্যে দুটিতেই অস্ট্রেলিয়াকে পরাজিত করতে হবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এই সিরিজে এগিয়ে রয়েছে। এই ম্যাচটি ড্র হলে অস্ট্রেলিয়ার জন্য সিরিজ ড্র নিশ্চিত হয়ে যাবে এবং এরপর যদি তারা শেষ ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করতে পারে তাহলে তারা সিরিজটি জিতে যাবে।
ইংল্যান্ড দল এবং এর সমর্থকরা অবশ্যই চাইবে শেষ দুইদিন যেন বৃষ্টি না হয়। শেষমেশ এই ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
The post “অধিনায়ক এবং বোলার হিসেবে এটি প্যাট কামিন্সের সেরা দিন ছিল না” – ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে মুখ খুললেন টিম পেইন appeared first on CricTracker Bengali.