অধিনায়ক হিসেবে ২টি এশিয়া কাপের শিরোপা জিতে নিয়ে মহম্মদ আজহারউদ্দিন এবং মহেন্দ্র সিং ধোনির সমানে এলেন রোহিত শর্মা

সেপ্টে. 17, 2023

No tags for this post.
Spread the love

Rohit Sharma. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )

এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি দুর্ধর্ষ জয় পেয়েছে ভারত। দাসুন শানাকার নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৫.২ ওভারে ১০ উইকেটে মাত্র ৫০ রান করতে সক্ষম হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের এই জয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেন মহম্মদ সিরাজ। তার দাপটেই শ্রীলঙ্কাকে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হল। তিনি এই ম্যাচে ৭ ওভার বোলিং করে ৬টি উইকেট শিকার করেছেন এবং এর বিনিময়ে দিয়েছেন মাত্র ২১ রান। হার্দিক পান্ডিয়াও ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। তিনি ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। জসপ্রীত বুমরাহকে ১টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

রোহিত শর্মা তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একটির বেশি এশিয়া কাপের ট্রফি জেতার রেকর্ড করেছেন। তার আগে এই রেকর্ড করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন এবং মহেন্দ্র সিং ধোনি। রোহিত, ধোনি এবং আজহারউদ্দিন প্রত্যেকেই অধিনায়ক হিসেবে দুইবার এশিয়া কাপের শিরোপা জিতেছেন।

এশিয়া কাপ ২০১৮-তে রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। সেইসময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তবে ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর আগে এই টুর্নামেন্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই কারণেই রোহিত অধিনায়কত্ব করেছিলেন। ভারত এখনও পর্যন্ত আটবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। রোহিত, ধোনি এবং আজহারউদ্দিন বাদে ‌দিলীপ বেঙ্গসরকার এবং সুনীল গাভাস্কারের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল ভারত।

নবম ভারতীয় খেলোয়াড় হিসেবে ২৫০টি ওডিআই ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা

এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি ছিল রোহিত শর্মার ২৫০ তম ওডিআই ম্যাচ। নবম ভারতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই তালিকায় থাকা প্ৰথম ৮ জন খেলোয়াড় হলেন সচিন তেন্ডুলকার, এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, অনিল কুম্বলে এবং বিরাট কোহলি। এখন রোহিত শর্মার নামও এই তালিকায় যুক্ত হয়ে গেছে।

ওডিআই ক্রিকেটে রোহিত শর্মা এখনও অবধি ১০,০৩৭ রান করেছেন। তিনি এই রান ৪৮.৬৯ গড় এবং ৯০.২৬ স্ট্রাইক রেটের সাথে করেছেন। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান হল ২৬৪। এটি হল ওডিআই ক্রিকেটে একটি ইনিংসে করা সর্বোচ্চ ব্যক্তিগত রান। রোহিতের নামে ওডিআই ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে তিনটি দ্বিশতরান করার রেকর্ড রয়েছে।

The post অধিনায়ক হিসেবে ২টি এশিয়া কাপের শিরোপা জিতে নিয়ে মহম্মদ আজহারউদ্দিন এবং মহেন্দ্র সিং ধোনির সমানে এলেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8