অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন

জুলাই 15, 2023

No tags for this post.
Spread the love

Ravi Ashwin. (Photo Source: RANDY BROOKS/AFP via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের প্রতম একাদশে সুযোগ হয়নি রবিচন্দ্রন অশ্বিন। সেই সিদ্ধান্তটা যে ভারতীয় দলের ভুল ছিল, মাঠে নেমেই প্রমাণ করতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সুযোগটা পেয়েছিলেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে এটা যে রবিচন্দ্রন অশ্বিনের একটা জবাব ছিল তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেওয়ার সহ্গেই অনিল কুম্বলের রেকর্ডও ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। চেস্টের মঞ্চে ৮বার ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

এতজিন ভারতীয় বোলার হিসাবে একটি টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চবার ১০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল শুধুমাত্র অনিল কুম্বলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে  পাঁচ উইকেট তুলে নেওয়ার পরই সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি। আর তাতেই আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলের মতো একজন তারকা স্পিনারের রেকর্ড ছোঁয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন একাই তুলে নিয়েছিলেন ১২টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১২ টি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

প্রথম ইনি্ংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কোনওরকম সুযোগ দেননি তিনি।  সেই ইনিংসে ভারতীয় ব্যাটারপরাও দুরন্ত পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল। যদিও লিড নিেয়েছিল ২৭০ রানের। সেই লড়াইয়ে নেমে ফের একবার অশ্বিনের কাছেই আটকে গিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। একের পর ব্যাটরকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে অনিল কুম্বলের রেকর্ড যেমন ছুঁয়েছেন, তেমনই হরভজন সিংয়ের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলের রেকর্ড ছুঁতে পেরে তিনি আপ্লুত।

ম্যাচ শেষে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “আমি কখনোই একজন স্পিনার হয়ে উঠব সেই কথা ভাবিনি। অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের মতো তারকাদের সঙ্গে এক তালিকায় আমি কখনও থাকতে পারব, সেটা ভেবেই আমার গর্ব হচ্ছে। আমার মনে হচ্ছে  আমি যেন পুরষ্কৃত। একজন ক্রিকেটার হিসাবে আমি অনেক  উপহার পেয়েছি। আর সেই প্রতিটা মুহূর্তই আমি উপভোগ করি”।

বিশ্ব ক্রিকেটে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার তালিকায় এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন হরভদন সিংয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে ৭০৯টি উইকেটের মালিক তিনি। হরভজন সিংয়ের রয়েছে ৭০৭ টি উইকেট। সেই রেকর্ড ভেঙে হরভজন সিংকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। অনিল কুম্বলের এই রেকর্ড তিনি ভাঙতে পারেন কিনা সেটাই শুধু দেখার।

The post অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8