Indian Women’s Team. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)
গত রবিবারই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেখানেই অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ দিতে ভারতীয় মহিলা ক্রিকেট নতুন ইতিহাস তৈরি করেছে। প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। লাল বলে সাফল্যের পর এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের নজর রয়েছে সাদা বল ফর্ম্যাটে। বছরের শেষেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবারই সেই সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই।
কয়েকদিন আগেই ঘরের মাঠে পরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের সিরিজে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দুই সিরিজেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার সেই পারফরম্যান্সটাই ওডিআই ও টি টোয়েন্টি সিরিজে দেখানোর অপেক্ষায় রয়েছেন হরমনপ্রীত কৌরর। শেষপর্যন্ত সেটাই তারা করে দেখাতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। আগামী ২৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
নতুন বছরেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওডিআই সিরিজের পাশাপাশি তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। এই ম্যাচেও যে তিনি ভারতীয় দলের প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না।
ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মহিলা দল
হরমনপ্রীত কৌর
স্মৃতি মন্ধনা
জেমিমা রডরিগেজ
শেফালি বর্মা
দীপ্তি শর্মা
যস্তিকা ভাটিয়া
রিচা ঘোষ
অমনজোত্ কৌর
শ্রেয়াঙ্কা পাটিল
মন্নত কাশ্যপ
সাইকা ঈশাক
রেণুকা সিং ঠাকুর
তিতাস সাধু
পূজা বস্ত্রকার
স্নেহ রানা
হার্লিন দেওল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের টি টোয়েন্টি স্কোয়াড
হরমনপ্রীত কৌর
স্মৃতি মন্ধনা
জেমিমা রডরিগেজ
শেফালি বর্মা
দীপ্তি শর্মা
যস্তিকা ভাটিয়া
রিচা ঘোষ
অমনজোত্ কৌর
শ্রেয়াঙ্কা পাটিল
মন্নত কাশ্যপ
সাইকা ঈশাক
রেণুকা সিং ঠাকুর
তিতাস সাধু
পূজা বস্ত্রকার
কণিকা আহুজা
মিন্নু মানি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে দুই ইনিংসেই দুরন্ত পারফরম্যান্স করেছিলেন স্মৃতি মন্ধনা। সেইসঙ্গে সিরিজের সেরা হয়েছিলেন স্নাহ রানা। যদিও টি টোয়েন্টি সিরিজে তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিসিআই।
The post অসট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের ওডিআই ও টি২০ সিরিজের দল ঘোষণা appeared first on CricTracker Bengali.