Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ভারত বিশ্বকাপ জিততে পারবে কিনা তা তো সময়ই বলবে। সেই মুহূর্তের স্বাক্ষী থাকতে রবিবার কলােই আহমেদাবাদ পৌঁছে গিয়ে্ছেন সচিন তেন্ডুলকর। এখন শুধুই ভারতের বিশ্বকাপ জয়ের অপেক্ষায় রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ২০০৩ সালে ভারত পারেনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে আশাবাদী সচিন তেন্ডুলকর।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্য়ন্ত একমাত্র দল হিসাবে বিশ্বকাপে অপরাজিত তকমা ধরে রেখেছে ভারত। টানা ১০ ম্যাচ জিতেছে। শেষ ম্যাচেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। ভারত আর বিশ্বকাপ জয়ের মধ্যে এখন শুধুই একটি ম্যচের অপেক্ষা রয়েছে। একইসঙ্গে ভারতের সামনে রয়েছে ২০০৩ সালের প্রতিশোধ নেওয়ার সুযোগও। শেষপর্যন্ত সেটাই ভারতীয় দল আহমেদাবাদে কতে পারে কিনা তারই অপেক্ষায় রয়েছেন সচিন তেন্ডুলকর।
২০ বছর পর বিশ্বকাপে প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের সামনে
এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে অসাধারণ ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ব্যাট হাতে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়াররা যেমন নিজেদের সেরা ফর্মের মধ্যে রয়েছেন। তেমনই বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন মহম্মদ সামি। ছন্দে রয়েছেন জলপ্পীত বুমরাহ, কুলদীপ যাদবরাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাদের সেই পারফরম্যান্স দেখার ব্যপারেই আশাবাদী সকলে। এখনও পর্য়ন্ত আহমেদাবাদে ধারেভারে এগিয়ে থেকেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে অতি সাবধানীও তারা। নক আউট পর্বে অস্ট্রেলিয়া যে কতটা ভয়ঙ্কর সেই ব্যপারেও ভারতীয় টিম ম্যানেজমন্ট যথেষ্ট ওয়াকিবহাল।
India Indiaaa! 🇮🇳#CWC23Final pic.twitter.com/Ykc5l3tD9G
— Sachin Tendulkar (@sachin_rt) November 19, 2023
আহমেদাবাদে পা রাখার পরই সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “ভারতীয় দলের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্যই এখানে এসেছি আমি। আমি আশাবাদী যে এখানে আমরা বিশ্বকাপের ট্রফি নিজেদের হাতে তুলতে পারব। এখন সকলেই সেই মুহূর্তের স্বাক্ষী হওয়াপ অপেক্ষায় রয়েছেন”।
এবারের বিশ্বকাপের মঞ্চে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েই এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে ফের একবার অস্ট্রেলিয়ার সামনে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেই জয় যে ভারতকে বাড়তি আঈত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত অজি বাহিনীকে হারিয়ে বিশ্বকাপ জয়ের হাসি রোহিত শর্মার মুখে ফোটে কিনা সেটাই দেখার।
The post অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের অপেক্ষায় সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.










