Sanju Samson. (Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images)
সম্প্রতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন এই দলে জায়গা করে নিতে পারেননি। ২০২২ সালের ডিসেম্বর মাসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ঋষভ পন্থ এবং তিনি এখনও পর্যন্ত এই চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। কেএল রাহুলও চোটের কারণে বহুদিন মাঠের বাইরে ছিলেন। তখন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে স্যামসনের নাম উঠে এসেছিল। রাহুল এশিয়া কাপ ২০২৩-এ কামব্যাক করেছিলেন এবং তিনি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু এই সিরিজে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ জনের ভারতীয় দলে এই ২৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জায়গা করে নিতে পারেননি। তিনি স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা গিয়েছিলেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে কেএল রাহুল এবং ইশান কিষান উভয়েই খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজ এবং ওডিআই বিশ্বকাপের দলেও রাহুল এবং ইশান রয়েছেন। এই মুহূর্তে স্যামসনের জন্য দলে ফেরার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ না পাওয়ার পর নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট করেছেন সঞ্জু স্যামসন। এই পোস্টটিতে শুধুমাত্র একটি হাসির ইমোজি রয়েছে। অনেক ভক্তরাই এই পোস্টের কমেন্ট বক্সে তাকে সান্তনা দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভাই…এখন পর্যন্ত আপনি যা অর্জন করেছেন তার জন্য গর্বিত হন।”
শ্রেয়াস আইয়ারের চোটের ব্যাপারে আপডেট দিয়েছেন অজিত আগরকর
এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর এবং ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগরকর নিশ্চিত করেছেন যে শ্রেয়াসের চোট নিয়ে চিন্তার কিছু নেই। প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন শ্রেয়াস।
একটি সংবাদ সম্মেলনে অজিত আগরকর বলেন, “আইয়ারের স্ট্রেস ফ্র্যাকচার হয়নি, অন্যথায় তিনি দলে থাকতে পারতেন না। এই মুহুর্তে তিনি ফিট এবং আশা করি এই তিনটি ম্যাচেই তিনি উত্তীর্ণ হবেন। তার একটি নিগল ছিল কিন্তু এই মুহূর্তে তিনি ফিট। আশা করি, অক্ষর তৃতীয় ম্যাচের জন্য ফিট থাকবেন, অশ্বিন অভিজ্ঞতা নিয়ে এসেছেন। অশ্বিন এবং ওয়াশিংটন উভয়েই অক্ষরের ব্যাকআপ হিসেবে রয়েছেন। সময় হলে এটি দেখবেন, এখনই এটি সম্পর্কে অনুমান করার দরকার নেই।”
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে বাদ পড়ার পর ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করলেন সঞ্জু স্যামসন appeared first on CricTracker Bengali.