অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে

সেপ্টে. 24, 2023

No tags for this post.
Spread the love

Jasprit Bumrah. (Photo Source: Twitter)

সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ চিন্তায় রয়েছে বিসিসিআই। সেই কারণেি এার জলপ্রীত বুমরাহকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। পারিবারিক কারণেই  তাঁকে ছুঁটি দেওয়া হয়েছে। সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। সেই কথা মাথায় রেখেই যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জসপ্রীত বুমরাহকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

চোট সারিয়ে কয়েকদিন আগেই আয়ারল্যান্ডে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। দেশের জার্সিতে প্রত্যাবর্তনের পর থেকেই ভাল পারফরম্যান্স প্রদর্শন সুরু করেছিলেন তিনি। সেই থেকেই ফের জসপ্রীতদ বুমরাহকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। এবারের বিশ্বকাপেও যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের কাছে প্রধান শক্তি হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষ রাখে না। সেই কারণেই দলের এমন অস্ত্রকে খানিকটা সাবধঝানেই তুল রাখতে চাইছে ভারতীয় টি ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

চোট সারিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই দেশের জার্সিতে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ

রাজকোটেই তৃতীয় ম্য়াচের আগে দলের সহ্গে যোদ দেবেন জসপ্রীত বুমরাহ। এবারের এশিয়া কাপের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই এশিয়া কাপেরক মাঝেই  নেপাল ম্যাচে খেলেননি জসপ্রীত বুমরাহ। দেশে ফিরে এসেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সময়ই বাবা হওয়ার খাবর সকলকে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও সেই সময় পরিবারের সঙ্গে বেশী সময় কাটাতে পারেননি তিনি। এসিয়া কাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নেমে পড়েছে ভারতীয় শিবির। সেখানেও প্রথম ম্যাচে ছিলেন জসপ্রীত বুমরাহ।

🚨 UPDATE 🚨: Mr Jasprit Bumrah did not travel with the team to Indore for the 2nd ODI against Australia.

He has gone to visit his family and given a short break by the team management. Fast bowler Mukesh Kumar has joined the team as Bumrah’s replacement for the 2nd ODI.

Bumrah… pic.twitter.com/4shp3AlXZV

— BCCI (@BCCI) September 24, 2023

প্রথম ম্যাচে ভাল বোলিং করলেও একটি উইকেটই পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ম্যাচে অবশ্য তাঁকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে সময়কাটানোর জন্যই এন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বি্সিসিআইয়ের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন জসপ্রীত বুমরাহ। তাঁকে পরিবারের সঙ্গে সময়কাটানোরক জন্য ছোট ছুটি দেওয়া হয়েছে। জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার হিসাবে মুকেশ কুমারকেই দলে রাখা হয়েছে। তৃতীয় ম্যাচে রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানেই ৮অক্টোবর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নামতে চলেছে ভারতীয় দল।

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador