loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে তাঁর সাফল্যের কৌশল জানালেন মহম্মদ সামি

মার্চ 17, 2023

No tags for this post.

Mohammed Shami. ( Image Source: BCCI )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট  সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেখানেও পেসারদের মধ্যে ভাল পারফম্যান্স প্রদর্সন করেছেন মহম্মদ সামি। ভারতীয় পেসার হিসাবে একমাত্র সাফল্য পেয়েছিলেন মহম্মদ সামি। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই একদিনের সিরিজে নেমেছে ভারতীয় দল।সেকানেও স্বমহিমায় মহম্মদ সামি।  ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ফের একবার ধস নেমেছে। ২০০ রানের গন্ডীও টপকাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  তার নেপথ্যে রয়েছেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে শুরু থেকেই মহম্মদ সামি চিলেন এদিন বিধ্বংসী মেজাজে। মুম্বইয়ের পিচ তাঁর ভালভাবেই চেনা। এই পিচের প্রকৃতি ভালভাবেই জানেন মহম্মদ সামি। সেই মতো ম্যাচের শুরু থেকেই নিজের পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। আর তাতেই সাফল্য। ম্যাচ শেষে সেই  পরিকল্পনাই সকলের সামনে এনেছেন মহম্মদ সামি। এদিন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারদের সার্যত তাঁর সামনে মাথা তুলে দাঁড়াতেই দেননি মহম্মদ সামি। ক্যামেরণ গ্রীণের বিরুদ্ধে তাঁর বোলিংয়ের ছবি তো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।

৬ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি

টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। লক্ষ্যটা ছিল অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া। ভারতের সেই কাজটাই একেবারে নিখুতভাবে করে দিয়েছিলেন মহম্মদ সামি। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেম মহম্মদ সিরাজ। মাত্র পাঁচ রানের মাথাতেই এদিন ট্রেভিস হেডের উইকেট তুলে নেন মহম্মদ সামি। সেই থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হয়েছিল তাঁর উইকেট শিকার।

অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে শেষ করে দিয়েছিল  ভারতীয় দল। সেখানেই মাত্র ১৭ রান দিয়ে উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। ম্যাচের মাঝপথে সেই পরিকল্পনাই সামনে আনলেন মহম্মদ সামি, “মুম্বইয়ের উইকেটে সবসময়ই ভাল বাউন্স দেখা যায়। সেখানেই সঠিক জায়গায় বোলিং করেছি এবং তার পুরষ্কারও পেয়েছি আমি। সেই পরিস্থিতিতেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলোচনা করে স্লিপে একজন ক্রিকেটারকে রাখারই ছত কষেছিলাম। সেই সময় বল যথেষ্ট মুভও করছিল। সেজন্যই অফ স্টাম্পের উইকেটের কাছেই বল রাখার পরিকল্পনা ছিল আমার”।

ট্রেভিস হেডের পরও এদিন অস্ট্রেলিয়ানদের সামনে মহম্মদ সিরাজ ছিলেন বিধ্বংসী মেজাজে। জশ ইঙ্গলিস এবং ক্যামেরণ গ্রীণকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই মহম্মদ সামিই। ক্যামেরণ গ্রীণকে বোল্ড আউট করার সেই স্পেল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি এদিন। এমন পারফরম্যান্সই মহম্মদ সামি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে তাঁর সাফল্যের কৌশল জানালেন মহম্মদ সামি appeared first on CricTracker Bengali.

Related Posts

সূর্যকুমার যাদবের ব্যর্থতার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন দানিশ কানেরিয়া

সূর্যকুমার যাদবের ব্যর্থতার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন দানিশ কানেরিয়া

Suryakumar Yadav. (Photo Source: Twitter) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। আর তা নিয়েই শুরু হয়েছে এবার নানান জল্পনা। সেই থেকেই সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখার দাবীতেও সোচ্চ্বার হয়েছিলেন সকলে। এমন...

১৫ বছর আগে মহেন্দ্র সিং ধোনি যা করতে পারেননি তা করে দেখাতে পারেন হারমানপ্রিত কউর

১৫ বছর আগে মহেন্দ্র সিং ধোনি যা করতে পারেননি তা করে দেখাতে পারেন হারমানপ্রিত কউর

Harmanpreet Kaur. (Photo Source: Twitter/MumbaiIndians) উইমেন্স প্রিমিয়ার লিগের (ডাব্লুউপিএল) উদ্বোধনী মরসুমে আমরা অনেক ভালো ভালো ম্যাচ দেখেছি। কোনো ম্যাচে ব্যাট হাতে কোনো খেলোয়াড়কে অসাধারণ ইনিংস খেলতে দেখেছি আবার কোনো ম্যাচে বল হাতে কোনো খেলোয়াড়কে অসাধারণ প্রদর্শন...

“আপনি যদি গত পাঁচ বছরে ভারতের পারফরম্যান্সের দিকে তাকান, বুমরাহ অনেক বড় ভূমিকা পালন করেছেন”: দিলহারা ফার্নান্দো

“আপনি যদি গত পাঁচ বছরে ভারতের পারফরম্যান্সের দিকে তাকান, বুমরাহ অনেক বড় ভূমিকা পালন করেছেন”: দিলহারা ফার্নান্দো

Dilhara Fernando. (Photo Source: Twitter) ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের চোটের কারণে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কিনা তারও কোনো...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy