Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রেয়াস আইয়ারের দুরন্ত শতরানের পর তার প্রশংসা করলেন আকাশ চোপড়া

সেপ্টে. 25, 2023

No tags for this post.

Shreyas Iyer. (Photo Source: Pankaj Nangia/Getty Images)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া শ্রেয়াস আইয়ারের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে শ্রেয়াস পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন। এই ম্যাচটিতে শ্রেয়াস ১১টি চার এবং ৩টি ছয় সহ ৯০ বলে ১০৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।

আকাশ চোপড়া বলেছেন যে দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটিং করার সময় শ্রেয়াস আইয়ার চাপে ছিলেন, তবে সেটিকে তিনি খুব ভালোভাবে সামলেছিলেন। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়েছিল ভারতীয় দল। এই মুহূর্তে সিরিজটিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “তিনি চাপের মধ্যে ছিলেন। তবে দলটি নিশ্চিত ছিল যে শ্রেয়াস আমাদের প্রধান খেলোয়াড় এবং আমরা তার সাথেই থাকব। তিনি শুরুতে কভারের উপর দিয়ে একটি দুর্দান্ত শট মেরেছিলেন এবং তারপর কয়েকটি সুন্দর ড্রাইভ খেলেছিলেন। তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন।”

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন যে শ্রেয়াস আইয়ার খুব ভালো ব্যাটিং করেছিলেন। এছাড়াও তিনি বলেছেন যে তিনি প্রতিপক্ষকে তাকে আউট করার সুযোগ দেননি। এই ম্যাচটিতে শ্রেয়াস আইয়ার এবং শুভমন গিল মিলে ২০০ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ করেছিলেন। শ্রেয়াসের পাশাপাশি গিলও এই ম্যাচটিতে শতরান পেয়েছিলেন।

আকাশ চোপড়া যোগ করেছেন, “এটা এমন ছিল না যে শ্রেয়াসের ব্যাটের কানায় বল লাগছিল বা ক্যাচ পড়ে যাচ্ছিল। সেরকম কিছুই এই ম্যাচে ছিল না। তিনি খুব ভালো ব্যাটিং করেছিলেন। শুরুতে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যে শ্রেয়াস আইয়ার হলেন শুভমন গিল এবং শুভমন গিল হলেন শ্রেয়াস আইয়ার, যিনি চোট থেকে ফিরে এসেছেন।”

“আমি তাকে সূর্যকুমার যাদব বলব না, সিক্সার কুমার যাদব বলব” – আকাশ চোপড়া

আকাশ চোপড়া সূর্যকুমার যাদবেরও প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচটিতে সূর্যকুমার ৩৭ বলে ৭২ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন।

আকাশ চোপড়া বলেন, “আমি তাকে সূর্যকুমার যাদব বলব না, সিক্সার কুমার যাদব বলব। অনেকগুলি ছয় মেরেছিলেন তিনি। এটি একটি আশ্চর্যজনক ইনিংস ছিল। তিনি একজন ৩৬০-ডিগ্রি খেলোয়াড় এবং বিশ্বকাপের জন্য তাকে সমর্থন করার ক্ষেত্রে ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছেন। এটি প্রশংসনীয় ব্যাটিং ছিল।”

২৭শে সেপ্টেম্বর, বুধবার, ভারত বনাম অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচের ওডিআই সিরিজটির শেষ ম্যাচটি রাজকোটে অনুষ্ঠিত হবে।

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রেয়াস আইয়ারের দুরন্ত শতরানের পর তার প্রশংসা করলেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

সম্পর্কিত পোস্ট

রবি বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার যাদব

রবি বিষ্ণোইকে প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার যাদব

Ravi Bishnoi. (Photo Source: Twitter/BCCI) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। সেখানেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে এবার ছিলেন সূর্যকুমার যাদব। প্রথমবার দেশের জার্সিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম পরীক্ষাতেই কার্যত ফুল মার্কস...

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩-২০২৪: আসন্ন সিরিজগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

India vs South Africa. (Photo Source: Twitter) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০, ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১০ই ডিসেম্বর থেকে এই সফরটি শুরু হবে। প্ৰথমে টি-২০ সিরিজটি খেলা হবে। এটি ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর, ওডিআই সিরিজটি শুরু হবে। এটি ১৭ই...

“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার

“রিঙ্কু সিং তার ফিনিশারের ভূমিকার কারণে টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন” – অভিষেক নায়ার

Rinku Singh. ( Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images ) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিষেক নায়ার মনে করছেন যে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ফিনিশার হিসেবে জায়গা করে নেবেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে খুব ভালো পারফরম্যান্সের...

Subscribe to Telegram
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy