অ্যাশেজ শেষের পর টেস্ট ক্রিকেট নিয়ে বিরাট বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

আগস্ট 1, 2023

No tags for this post.
Spread the love

Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)

সদ্য শেষ হয়েছে অ্যাশেজ। ইংল্যান্ডের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্যে থােকেলেও সেষপর্ন্ত তা পূরণ হয়নি অজি বাহিনীর।  শেষ টেস্টের হাড্ডহাড্ডি লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়চুলে নিয়েছে ইংল্যান্ড। অ্যাশেজের শেষ ম্যাচে ৪৯ রানে ম্যাচ জিতে নিয়েছে ব্রিটিস বাহিনী। আর  সেই জয়ের সৌজন্যে সিরিজে পিছিয়ে থাকলেও সেষপ্রযন্ত ২-২-এ সিরিজ ড্র করেছে ব্রিটিশ বাহিনী। সেই ্মযাচদেখার পরি উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্ট ক্রিকেটকেন এখনমও বেঁচে থাকা প্রয়োজন রয়েছে, সেই কথাই টুইট করে বলেছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শে, হওয়ার পরই টেস্ট নিয়ে বিশেষ বার্তা এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে। সম্প্রতি টেস্ট ক্রিকেট নিয়ে অনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছিলেন। এমনকী বহু ক্রিকেটচারদেরই দেখা যাচ্চে যে টেস্ট ক্রিকেটের প্রতি নিেেজেদের উত্সাহ হারাচ্ছেন। সেই প্রস্ঙ্গেই কার্যত এবার মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্ট ক্রিকেট যে এখনও কতটা  জনপ্রিয় ও টানটান উত্তেজনাময় রেয়েছে তা  নাকি অ্যাশেজের শেষ টেস্ট দেখেই বোঝা গিয়েছে।

অ্যাশেজের পর টেস্ট ক্রিকেটের উন্মাদনা নিয়ে আপ্লুত সৌরব গঙ্গোপাধ্যায়

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ দেখে আপ্লুত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষদিন পর্যন্ত ম্যচ ঘিরে ছিল উত্তেজনার পারদ তুঙ্গে। এঅমন ম্যাচ দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে যারা টেস্ট ক্রিকেট খে্লতে চায়না তারাওএমন ম্যাচদেখার পর মাঠে নেমে খেলার জন্য উদগ্রীব হয়ে উঠবেন। টেস্ট ক্রিকেট বেঁচে থাকাটা যে কতটা জরুরী সেই বার্তাই বারবার উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই টুইট থেকে।  শেষছয়টিটেস্ট ম্য়াচ দেখেই প্লুত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Incredible cricket .. 6 test matches in the Summer has been a fantastic site .. test cricket is the best form of the game .. keep it alive ..all those who don’t want to play would have surely wanted to be on the turf at oval .. rethink everyone and get this best format at its…

— Sourav Ganguly (@SGanguly99) July 31, 2023

এই প্রসঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্য়ায় টুইট  করে লিখেছেন, “ক্রিকেট সত্যিই অসাধারণ। এই গ্রীষ্মের মরসুমে শেষ ছয়টি টেস্ট সত্যিই অসাদারণ একটা চিত্র। এই মুহূর্তে এই ক্রিকেটের মঞ্চে টেস্ট ক্রিকেট নিজের সেরা ফর্মে রয়েছে। তাঁকে বাঁচিয়ে রাখতে হবে। যারা এই খেলা খেলতে চায়না, এই ম্যাচ দেখার পর তারাওএবার ওভালের বাইশগজে নামার জন্য মুখিয়ে রয়েছেন। এটা নিয়েই সবার ফের ভাবা উচিত্ এবং এই ফর্ম্যাটের সেরাটাকেি বের করে নিয়ে আসতে হবে”।

শেষ ম্যাচে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মদ্যে লড়াইটা ছিল হাড্ডহাড্ডি। যদিও সেখানে শেষরক্ষা করতে পারেনি  অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের রাছে ৪৯ রানেই হেরে গিয়েছে তারা। সেইসঙ্গে ২১ বছরের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরি্জ জয়ের স্বপ্নটাও অধরাই রয়ে গিয়েছে অজি বাহিনীর।

The post অ্যাশেজ শেষের পর টেস্ট ক্রিকেট নিয়ে বিরাট বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador