Mitchell Marsh. (Photo Source: Twitter)
হেডিংলিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হয়েছে। অ্যাশেজ সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে আছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এই ম্যাচটি জিততে না পারলে ইংল্যান্ডের সিরিজ জেতার আশা শেষ হয়ে যাবে।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড শুরুটা খুব ভালোভাবেই করেছিল। কিন্তু মিচেল মার্শ ক্রিজে এসে খেলার রূপ বদলে দেন। ক্যামেরন গ্রিন চোটের কারণে এই ম্যাচটিতে খেলতে না পারায় মার্শ দলে জায়গা পেয়েছিলেন। এই সিরিজে নিজের প্ৰথম ম্যাচে শুরুটা বেশ ভালোভাবেই করলেন তিনি। মার্শ ১১৮ বলে ১১৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ১৭টি চার এবং ৪টি ছয়। তিনি ক্রিস ওকসের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হন।
প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজা যথাক্রমে ৫ বলে ৪ রান এবং ৩৭ বলে ১৩ রান করে আউট হন। মার্নাস ল্যাবুশেন এবং স্টিভ স্মিথও ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। ল্যাবুশেন ৫৮ বলে ২১ রান করেন। তিনি এই ইনিংসে ৪টি চার মেরেছিলেন। আগের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর এই ম্যাচে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারলেন না স্মিথ। তিনি ১টি চার এবং ১টি ছয় সহ ৩১ বলে ২২ রান করেন।
মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড মিলে ১৫৫ রানের পার্টনারশিপ করেন
অস্ট্রেলিয়া মাত্র ৮৫ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড মিলে পরিস্থিতি সামাল দেন। তাদের দুজনের মধ্যে ১৫৫ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে।
মিচেল মার্শ আউট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই নিজের উইকেট হারান ট্র্যাভিস হেড। তিনি ৭৪ বলে ৩৯ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার। তিনি ক্রিস ওকসের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অ্যালেক্স কেরি বেশি রান পাননি। তিনি ১৬ বলে ৮ রান করেন। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স যথাক্রমে ১০ বলে ২ রান এবং ২ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষমেশ ৬০.৪ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মার্ক উড ১১.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। ক্রিস ওকস ৩টি উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড ২টি উইকেট পান।
The post অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে একটি দুরন্ত শতরান করলেন মিচেল মার্শ appeared first on CricTracker Bengali.