Jitesh Sharma. (Photo Source: Twitter)
১লা ডিসেম্বর, শুক্রবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ১৯ বলে ৩৫ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন জিতেশ শর্মা। সম্প্রতি, এই প্রতিভাবান ব্যাটার বলেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে খেললে অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। উল্লেখযোগ্যভাবে, চতুর্থ টি-২০ ম্যাচটিতে ২০ রানে জয় পেয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। ৩রা ডিসেম্বর, রবিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত ইতিমধ্যেই সিরিজটি জিতে নিয়েছে। তারা এই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
চতুর্থ টি-২০ ম্যাচটিতে যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়স আইয়ার এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট হারানোর পর সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল ভারত। এরপর, জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং মিলে ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন এবং ভারতীয় দলকে ১৭৪ রানে পৌঁছতে সাহায্য করেছিলেন। রান তাড়া করতে নেমে ১৫৪ রান করতে সক্ষম হয়েছিল অস্ট্রেলিয়া।
চলতি সিরিজে এটি ছিল জিতেশ শর্মার প্ৰথম ম্যাচ। প্ৰথম তিনটি ম্যাচে ইশান কিষান উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেছিলেন। চতুর্থ ম্যাচটিতে তার বদলে জিতেশ শর্মাকে প্ৰথম একাদশে জায়গা দেওয়া হয়েছিল। জিতেশ এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। তবে এই টুর্নামেন্টে তিনি মাত্র ৪টি বল খেলার সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তিনি আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছিলেন এবং ভারতীয় দলকে চাপমুক্ত করেছিলেন।
জিও সিনেমাকে জিতেশ শর্মা বলেন, “হ্যাঁ, আমি এটি অনেক উপভোগ করি। হ্যাঁ স্যার (আইপিএল আপনাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালোভাবে প্রস্তুত করে)। এখানের পরিবেশ একই। আমি একই চাপ অনুভব করছি। আইপিএলের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছুই সহজ হয়ে যায়। আপনি এই ধরনের চাপের সম্মুখীন হয়েছেন, আপনি আগেও এই পরিস্থিতিতে পড়েছেন। তাই এটি একটু সহজ হয়ে যায়।”
“বাইরে বসেও আপনি বোলারদের দিকে নজর দিতে পারেন” – জিতেশ শর্মা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০-তে নিজের খেলা ইনিংস নিয়ে মুখ খুলেছেন জিতেশ শর্মা। আইপিএল ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন জিতেশ। তিনি পাঞ্জাব কিংসের হয়ে ১৫৬ স্ট্রাইক রেটের সাথে ৩০৯ রান করেছিলেন।
জিতেশ শর্মা বলেন, “আমি কিছু ভাবছিলাম না। আমি শুধু বোলারদের বিশ্লেষণ করছিলাম। বাইরে বসেও আপনি বোলারদের দিকে নজর দিতে পারেন। আমি এটাকে একটা সুযোগ হিসেবে দেখেছিলাম। বাইরে বসে থাকতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুযোগের কথা ভেবে আমি নিজেকে ১০০ শতাংশ প্রস্তুত করেছিলাম।”
The post “আইপিএলের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছুই সহজ হয়ে যায়” – জিতেশ শর্মা appeared first on CricTracker Bengali.










