Rohit Sharma & Virat Kohli. ( Image Source: twitter/BCCI )
ওডিআই বিশব্কাপের পর লম্বা ছুটি শেষ। এবার দেশের জার্সিতে মাঠে ফেরার পালা। সবকিছু ঠিকঠাক তললে আগামী শুক্রবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সফর রয়েছে ভারতীয় দলের। সেখানেই ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে না থাকলেও, টেস্ট সিরিজে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দলের সঙ্গে যোহ দিতে শুক্রবারই রওনা দিতে চলেছেন ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে অবশ্য রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের দুজনকে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর একেবারে টেস্ট সিরিজেই দেখা যেতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। শুক্রবারই দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন এই দুই তারকা ক্রিকেটার।
ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি
ঘরের মাঠে এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই। এই তারকা ক্রিকেটারই বিশব্কাপের মঞ্চে ভারতের হয়ে সর্বোচ্চ রান পেয়েছিলেন। বিশ্বকাপের পরই অবশ্য এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচক কমিটি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তারা পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগেই ষষ্ঠ বিবার বার্ষিকী পালন করেছেন বিরাট কোহলি। মেয়ের জন্মদিন উদযাপন করেছেন রোহিত শর্মা।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। সেখানেই একের পর এক রেকর্ড ভেঙেছিলেন এই তারকা ক্রিকেটার। সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাচটে ৫০টি সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি।
রোহিত শর্মাও ছিলেনব বিধ্বংসী মেজাজে। তাঁর হাত থেকেই এসেঠিল একের পর এক সেরা ইনিংস। ভারতীয় অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান করেছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপের পর এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্ট সিরিজে নামবে তারা।
The post আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.










