Shakib Al Hasan (Photo Source: Twitter)
শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব অল হাসান। সেইসঙ্গে বিতর্কের কেন্দ্রেও রয়েছেন তিনি। এরমাঝেই বাংলাদেশ শিবিরে বড়সড় ধাক্কা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারবেন না বাংলাদেশের তারকা অধিনায়ক সাকিব অসল হাসান। আঙুলে বড়সড় চোট হয়েছে এই তারকা ক্রিকেটারের। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময়ই আঙুলে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ম্যাচের পর এক্সরে করা হলেই সেখানে চিঁড় ধরা পড়েছে। আর তাতেই বিশ্বকাপের শেষ ম্যাচে নেই বাংলাদেশের অধিনায়ক সাকিব অল হাসান।
পাকিস্তানের কাছে হারের পরই এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হলেও, সেখানে বাংলাদেশের সামনে লক্ষ্য় ছিল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করার। সেখানেই ব্যাটিং এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকি ব অল হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামতে হচ্ছে বাংলাদেশ ব্রিগেডকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিং করার সময়ই চোট পেয়েছিলেন সাকিব অল হাসান
গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে ৫৭ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন সাকিব অল হাসান। এরপর ব্যাট হাতেও কঠিন পরিস্থিতিতে দলকে বাঁচিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শ্রীলঙ্কার বোলিং লাইনআপের বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১২টি চার ও ২ টো ওভার বাউন্ডারি। আর তাতেই শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মুখে। কিন্তু সেই ম্যাচেই আঙুলের চোট ছিটকে দিল সাকিব অল হাসানকে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, “বোলিং করার সময়ই বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সাকিব অল হাসান। যদিও সেই সময় পেইনকিলার খেয়ে এবং হাতে টেপ জড়িয়ে নেমেছিলেন। এরপই ম্যাচ শেষে দিল্লিতে তাঁকে দ্রুত এক্সরে করাতে নিয়ে যেতে হয়েছিল, সেখানেই ধরা পড়েছে যে তাঁর আঙুলের জয়েন্টে চিঁড় ধরেছিল। আগামী তিন থেকে চার সপ্তাহ লাগবে তাঁর সেরে উঠতে। বুধবারই দেশে ফিরে যাচ্ছেন সাকিব অল হাসান রিহ্যাবের জন্য”।
সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইমড আউটের সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে রয়েছেন সাকিব অল হাসান। সেই নিয়ে অবশ্য নিজের আত্মপক্ষ সমর্থনে যা বলার বলে দিয়েছেন সাকিব অল হাসান। এবার বিশ্বকাপের মঞ্চ থেকেউ ছিটকে গেলেন তিনি। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে বাংলাদেশ।
The post আঙুলে চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসান appeared first on CricTracker Bengali.










