Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)
কয়কদিন আগেই দক্ষিণ আফ্রিকার কোচের মুখে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফেরার কথা শোনা গিয়েছিল। এবার সেই একই কথা শোনাগেল ফাফ ডুপ্লেসির মুখেও। আগামী বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানেই দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে পারেন ফাফ ডুপ্লেসি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগে এমন ইঙ্গিত দিলেন প্রোটিয়া শিবিরের প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আইপিএলের মঞ্চে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের পর থেকেই দলে ফেরা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
শেষ আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডুপ্লসি। কার্যত তাঁর এবং বিরাট কোহলির পারফরম্যান্সে ভর করেই এগিয়ে চলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের একবার ফেরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। একইরকমভাবে এবারের সাউথ আফ্রিকা টি টোয়েন্টিতেও নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁকে নিয়ে ননান কথাবার্তা চলছিল।
এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৭৩০ রান করেছিলেন ফাফ ডুপ্লেসি
দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবসময়ই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই পারফম্যান্সের ধারা আইপিএলের মঞ্চেও অব্যহত রেখেছেন তিনি। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এসেছিলেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদে রয়েছেন তিনি। পরপর দুই মরসুমেই ফাফ ডুপ্লেসির ব্যাটে এসেছে বড় রান। এবার সেই ডুপ্লসির মুখেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফাফ ডুপ্লেসিকে দেখা গেলে যে খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না তা বলাই যায়।
এই প্রসঙ্গে ফাফ ডুপ্লেসি জানিয়েছেন, “আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারি। শেষ কয়েক বছর ধরেই এই বিষয় নিয়ে আমরা নানান আলোচনা করেছি। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্যালান্স নিয়েও চলছে আলোচনা। নতুন কোচের সঙ্গে সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে আমাদের”।
২০২০ সলে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন ফাফ ডুপ্লেসি। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগে সময় দিচ্ছেন এই তাকা ক্রিকেটার। ২০২৩ সালে আইপিএলের মঞ্চেই সকলকে চমকে দিয়েছিন ফাফ ডুপ্লেসি। সেখানেই তাঁর ব্যাটে ছিল ৭৩০ রান। এছাড়া এবারের আইপিএলে ৮টি অর্ধশতরান করেছিলেন এই তারকা প্রোটিয়া ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত ফাফ ডুপ্লেসির appeared first on CricTracker Bengali.










