Lahiru Thirimanna. (Photo Source: Instagram)
এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। সেই সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন শ্রীলঙ্কার প্রাক্তন ওডিআই অধিনায়ক লাহিরু থিরিমানে। শনিবারই সোশ্যাস মিডিয়ায় এক আবেগঘন বার্তার মাধ্যমেই নিজের অবসরের কথা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে বহু ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার ওডিআই ফর্ম্যাটে জিতেওছে বহু ম্যাচে। অবশেষে দেশের জার্সিতে দীর্গ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১২ সালে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছিল লাহিরু থিরিমানের। সেই থেকেই নিজের পারফরম্যান্স ও দক্ষতা প্রদর্ষন করে শ্রীলঙ্কা ক্রিকেটে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। শ্রীলঙ্কার ওডিআই ফর্ম্যাটের অধিনায়কও হয়েছিলেন তিনি। অবশেষে প্যাড গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন শ্রীলহ্কার এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে টেস্ট, ওডিাই ও টি টোয়েন্টি, প্রতিটি ফর্ম্যাটেই খেলতে দেখা গিয়েছে েই তারকা ক্রিকেটার। অবশেষে সেই ১২ বছরের সম্পর্কে ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
শ্রীলঙ্কার ২০১৪ সালের টি টোয়েন্টি জয়ী দলের সদস্য লাহিরু থিরিমানে
২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। সেই জয়ের পিছনে শ্রীলঙ্কার অন্যতম প্রধান কারিড় ছিলেন এই লাহিরু থিরিমানে। এছাড়া দেসের জার্সিতে বহপু ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ২০২২ সালে শ্রীলঙ্কার টেস্ট সিরিজে তাদের হয়ে সবচেয়ে ভাল পারফর্ম করেছিলেন তিনি। দেশের জার্সিতে ৪৪টি টেস্ট খেলেছেন লাহিরু থিরিমানে। সেখানেই তাঁর রান রয়েছে ২০৮৮। এছাড়া দেশের জার্সিতে সেঞ্চুরী করেছেন ৩টি এবং অর্ধশতরান রয়েছে ১০টি।
অবসর ঘোষনার সময় একটি আবেগতাড়িত বার্তা দিয়েছেন লাহিরু থিরিমানে। তিনি জানিয়েছেন, “শেষ কয়েক বছর ধরে দেশের জার্সিতে খেলতে পারাটা আমার কাছে সত্যিই অত্যন্ত গর্বের। বছরের পর বছর এই খেলা আমাকে অনেক কিছু দিয়ে গিয়েছে। সেই বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া নিয়েই এবার দেশের জার্সি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছি। একজন ক্রিকেটার হিসাবে আমি আমার সেরাটা দিয়েছি এবং সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করেছি”।
টেস্টের পাশাপাশি ওডিআই ও টি টোয়েন্টিও খেলেছেন তিনি। সেখানেই দেশের হয়ে খেলেছেন ১২৭টি একদিনের ম্যাচে। লাহিরু থিরিমানের ওডিআই ফর্ম্যাটে রান রয়েছে ৩১৬৪। সেইসঙ্গে গড় রয়েছে ৩৪.৭৭ এবং ওডিআই ফর্ম্যাটে তিনি পেয়েছেন ২১টি অর্ধশতরান ও ৪টি সেঞ্চুরী। এছাড়া টি টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর রান রয়েছে ২৯১।
The post আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন লাহিরু থিরিমানে appeared first on CricTracker Bengali.