Axar Patel. (Photo Source: BCCI)
১লা ডিসেম্বর, শুক্রবার, অক্ষর প্যাটেলের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে চতুর্থ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছিল ভারত। এই ম্যাচটিতে ৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছিলেন অক্ষর। এই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট এবং অ্যারন হার্ডিকে আউট করতে সক্ষম হয়েছিলেন।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলতে পেরেছিল ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন অক্ষর প্যাটেল। এই ম্যাচে জয় পাওয়ার পর ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দল থেকে চোটের কারণে বাদ পড়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন।
টাইমস অফ ইন্ডিয়া অক্ষর প্যাটেলের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “অবশ্যই, আপনি হতাশ হতে বাধ্য। বিশ্বকাপ ভারতে ছিল, কিন্তু আমি চোট পেয়েছিলাম। প্রথম কয়েকদিন আমি এটা নিয়ে ভাবছিলাম, আমি চোটের কারণে খেলতে পারিনি। দল ভালো করছিল, তাই ৫-১০ দিন পর আমি প্রশিক্ষণে ফিরে এসেছিলাম এবং আমার রিহ্যাব করছিলাম।”
উল্লেখযোগ্যভাবে, অক্ষর প্যাটেলকে প্ৰথমে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে রাখা হয়েছিল। কিন্তু এশিয়া কাপ ২০২৩ চলাকালীন তিনি চোট পেয়েছিলেন এবং শেষমেশ তিনি সময়মতো সেরে উঠতে পারেননি। এরপর টিম ম্যানেজমেন্ট তার বদলি হিসেবে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিয়েছিলেন।
চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে দারুণভাবে কামব্যাক করেছেন অক্ষর প্যাটেল। তিনি এই মুহূর্তে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার। এই অভিজ্ঞ স্পিনার ৪টি ম্যাচ খেলে ৫টি উইকেট শিকার করেছেন। তার বোলিংয়ের গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ২২ এবং ৬.৮৭।
“আপনি যখন চোট সারিয়ে আসেন, তখন আপনি শরীরের সেই অংশটিকে নিরাপদ রাখার চেষ্টা করেন” – অক্ষর প্যাটেল
অক্ষর প্যাটেল তার চোট থেকে সেরে ওঠার ব্যাপারেও কথা বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি বাম কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন।
অক্ষর প্যাটেল বলেন, “আপনি যখন চোট সারিয়ে আসেন, তখন আপনি শরীরের সেই অংশটিকে নিরাপদ রাখার চেষ্টা করেন। আপনি আপনার সম্পূর্ণ প্রচেষ্টা দিতে পারেন না। এটি আমার মনের মধ্যে থাকে।”
৩রা ডিসেম্বর, রবিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচটি খেলতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post “আপনি হতাশ হতে বাধ্য” – চোটের কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অক্ষর প্যাটেল appeared first on CricTracker Bengali.










