loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দ্বিতীয় সারির ভারতীয় স্কোয়াড নামাতে পারে বিসিসিআই

মে 26, 2023

No tags for this post.

Indian ODI Team. (Image Source: BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেটাররা দুই সপ্তাহও বিশ্রাম পাবে না, কারণ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি) ফাইনাল খেলতে নামবে ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে। এরপরে প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের পরিকল্পনা করেছে বিসিসিআই।

টিম ইন্ডিয়ার ব্যস্ত ক্রিকেট সময়সূচী বিবেচনা করে বিসিসিআই সেই সিরিজ বাতিল করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তবে বেশ কিছু প্রতিবেদন অনুসারে, ভারতীয় বোর্ড খেলোয়াড়দের কাজের চাপ ব্যবস্থাপনার প্রচেষ্টার অংশ হিসাবে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সারির ভারতীয় স্কোয়াড খেলানোর বিষয়ে পরিকল্পনা করছে। সেক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড়দের আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ভেবে খেলোয়াড়দের কাজের চাপ ব্যবস্থাপনার পরিকল্পনা করা হচ্ছে। সেই কারণেই টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলিকে ঘরের মাঠের সিরিজে বিশ্রাম দেওয়া হবে। সিরিজটির সূচী এখনও নির্ধারণ করা হয়নি, তবে ২০ থেকে ৩০ জুনের মধ্যেই আয়োজিত হতে পারে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি আইপিএল ২০২৩ ফাইনালে অংশ নেবেন

এদিকে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সম্প্রতি মিডিয়া অধিকারের জন্য দরপত্র বরাদ্দের বিষয়ে মিডিয়ার সাথে যোগাযোগ করেছিলেন। আফগানিস্তানের ভারত সফরের নিশ্চয়তার উপর ভিত্তি করে মিডিয়া স্বত্বাধিকারের বিষয়টি অগ্রসর হবে।

“বিসিসিআই মিডিয়া রাইট টেন্ডার এই বছর (জুন-জুলাই) হবে এবং আফগানিস্তান সফরের উপর নির্ভর করবে, তবে সম্ভবত অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রক্রিয়াটি শুরু হবে। বোর্ড সংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের সাথে কথা বলবে এবং একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তে পৌঁছবে,” জয় শাহ মিডিয়াকে বলেছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর সভাপতি মিরওয়াইস আশরাফ বর্তমানে ভারতে এসেছেন, এবং তিনি আইপিএল ২০২৩-এর ফাইনালে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এশিয়া কাপ ২০২৩-এর ভাগ্য নির্ধারণের জন্য একটি সভা পরিচালনা করতে পারে। এই উপলক্ষ্যেই উভয় দেশের বোর্ড সীমিত ওভারের সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওডিআই এবং দুটি টেস্ট খেলবে। সফরটি ১২ই জুলাই শুরু হবে এবং ১৩ই অগাস্ট পর্যন্ত চলবে। তারপরে, ভারত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তিন ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে।

The post আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দ্বিতীয় সারির ভারতীয় স্কোয়াড নামাতে পারে বিসিসিআই appeared first on CricTracker Bengali.

Related Posts

প্রবল বৃষ্টির কারণে প্রথমবারের জন্য রিজার্ভ ডে-তে খেলা হবে আইপিএল ফাইনাল

প্রবল বৃষ্টির কারণে প্রথমবারের জন্য রিজার্ভ ডে-তে খেলা হবে আইপিএল ফাইনাল

Rain-affected IPL final. (Image Source: IPL/BCCI) লাগাতার বৃষ্টি আহমেদাবাদে এবং সেই কারণে আইপিএল ২০২৩ ফাইনালের টসও সম্ভব হল না। ম্যাচ পিছিয়ে পাঁচ ওভারে করার জন্য রাত ১২:০৬ অবধি সময় থাকলেও, ১১টার আগেই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ও আম্পায়াররা সিদ্ধান্ত নিয়ে ফেলেন ২৮শে...

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

প্রত্যেক রাজ্য অ্যাসোসিয়েশনে স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক রাখা বাধ্যতামূলক করলেন জয় শাহ

Jay Shah. (Photo Source: Twitter) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বলেছেন যে রাজ্য ইউনিটগুলি যাতে স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ের জন্য প্রশিক্ষক নিয়োগ করে এবং ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া ওষুধের নিয়ম মেনে দল তৈরি করে তা নিশ্চিত করার জন্য...

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

দ্বিতীয়বার ডাব্লিউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin. (Photo Source: BCCI) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ৭ই জুন থেকে লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হবে। এই নিয়ে টানা...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy