India and New Zealand. (Photo Source: Twitter)
লিগ পর্বের ম্যাচ শেষ। রবিবার লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট জয় দিয়ে এবারের লিগ পর্ব শেষ করেছে ভারতীয় দল। মাঝে দুদিনের বিরতি। চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম সেমিফাইনালেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই সূচী নিশ্চিত হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সেইসঙ্গে অগুন্তী ভারতীয় সমর্থকের মনে কিন্তু ভয়ের সঞ্চারও হতে শুরু করেছে। কারণ শেষ কয়েক মরসুমে আইসিসির প্রতিযোগিতার নক আউট পর্বে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান খুব একটা ভাল নয়।
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই নেমেছিল ভারতীয় দল। গোটা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। কিন্তু এই নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের দৌড়। সেমিফাইনালের মঞ্চে কিুউই বাহিনীর কাছে থেমে গিয়েছিল ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্ন। চার বছর পর ফের একবার ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউ জিল্যান্ড। আর তাতেই যেন সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা।
গতবারের বিশ্বকাপ সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরেছিল ভারত
সাম্প্রতিককালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আইসির নক আউট পর্বে ভারতের সাফল্যের হার একেবারেই নীচের দিকে। কয়েকবছর আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স দেখালেও সেখানে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে ফিরতে হয়েছিল ভারতীয় শিবিরকে। সেই থেকেই যেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আইসিসির প্রতিযোগিতার নক আউটে ভারতের ম্যাচ হলে খানিকটা হলেও আতঙ্কে থাকেন সকলে। যদিও এবারের বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়া দুরন্ত ফর্মে রয়েছে। এবারের লিগ পর্বে অবশ্য নিউ জিল্যান্ডকে হারিয়েছে ভারতীয় দল।
শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকতাপের মঞ্চে অপরাজিত তকমা অক্ষুন্ন রেখে সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ফেভারিটের তকমা রয়েছে ভারতীয় দলের গায়ে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এবারের বিশ্বকাপের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পারফরম্যান্স দেখে ভারতীয় দলকে নিয়ে আশাবাদী রয়েছেন সকলেই।
নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ভারতীয় দলের ক্রিকেটাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের শেষ ম্যাচে সেঞ্চুরী ইনিংস যে ভারতীয় শিবিরের অন্দরে স্বস্তির আবহ তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ধারা সেমিফাইনালেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তারা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post আবারও বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউ জিল্যান্ড, বদলা কী নিতে পারবে ভারত? appeared first on CricTracker Bengali.