আমরা সবাই বাবর আজমের প্রশংসা করি, তিনি একজন বিশ্বমানের খেলোয়াড়, এমনটাই বলেছেন শুভমন গিল

সেপ্টে. 9, 2023

No tags for this post.
Spread the love

Babar Azam. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

১০ই সেপ্টেম্বর, রবিবার, এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এর আগে প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন। চলতি এশিয়া কাপে ইতিমধ্যেই একটি শতরান করে ফেলেছেন বাবর আজম। ভারতের বিরুদ্ধে আসন্ন ম্যাচটিতে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে ১৩১ বলে ১৫১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন বাবর আজম। এরপর ভারতের বিরুদ্ধে ম্যাচটিতে তিনি ব্যাট করার সুযোগ পাননি। সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ২২ বলে ১৭ রান করতে সক্ষম হয়েছিলেন।

বাবর আজম এখনও পর্যন্ত ১০৬টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং ৫৩৭০ রান করেছেন। তিনি এই ফরম্যাটে ইতিমধ্যেই ১৯টি শতরান করে ফেলেছেন। বর্তমানে তিনি নিঃসন্দেহে এই ফরম্যাটের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন।

কলম্বোতে সাংবাদিকদের শুভমন গিল বলেন, “হ্যাঁ, আমরা অবশ্যই তাকে অনুসরণ করি। একজন খেলোয়াড় যখন ভালো করেন তখন সবাই তার ভালো করার কারণ জানার জন্য তার দিকে দেখেন। তার বিশেষত্ব কি তা জানার চেষ্টা করেন। বাবরের ক্ষেত্রেও একই কথা। তিনি একজন বিশ্বমানের খেলোয়াড় এবং আমরা সবাই তার প্রশংসা করি।”

পাকিস্তান দলের জন্য বাবর আজম খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আইসিসির ওডিআই ব্যাটার র‍্যাঙ্কিংয়ে তিনি এই মুহূর্তে প্ৰথম স্থানে রয়েছেন। চলতি এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার অন্যতম দাবিদার হল পাকিস্তান। এশিয়া কাপে তারা এখনও অবধি খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছে। শেষমেশ তারা এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশকে খুব সহজেই পরাজিত করেছিল পাকিস্তান

এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বাংলাদেশ প্ৰথমে ব্যাটিং করতে নেমে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। হারিস রউফ ৬ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন।

পাকিস্তান ১০.৩ ওভার বাকি থাকতেই ৩ উইকেটে ১৯৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। ইমাম-উল-হক এবং মহম্মদ রিজওয়ান যথাক্রমে ৮৪ বলে ৭৮ রান এবং ৭৯ বলে অপরাজিত ৬৩ রান করেছিলেন।

The post আমরা সবাই বাবর আজমের প্রশংসা করি, তিনি একজন বিশ্বমানের খেলোয়াড়, এমনটাই বলেছেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8