Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ হারিস রউফের তরফ থেকে অবশ্যই ভালো পারফরম্যান্স দেখতে চাইবে পাকিস্তান দল এবং তাদের সমর্থকরা। ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে। ৬ই অক্টোবর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের ওডিআই বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
সম্প্রতি, পাকিস্তানের অভিজ্ঞ পেসার হারিস রউফ তার সংগ্রামের দিনগুলির কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন যে তিনি নিজের কলেজের ফি দেওয়ার জন্য রবিবার বাজারে কাজ করতেন এবং স্ন্যাকস বিক্রি করতেন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন যে তার বাবা-মার ফি দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তবে টেপ বল ক্রিকেট খেলতে শুরু করার পর তার আর্থিক সমস্যা মিটে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তখন তিনি প্রতি মাসে ২-২.৫ লাখ টাকা আয় করতেন।
ইএসপিএনক্রিকইনফোর তথ্যচিত্র ‘দ্য ইনক্রেডিবেল রাইজ অফ হারিস রউফ’-এ হারিস রউফের রাখা বক্তব্যকে উদ্ধৃত করা হয়েছে, “ম্যাট্রিকুলেশনের পর, আমি আমার ফি দেওয়ার জন্য রবিবার বাজারে স্ন্যাকস বিক্রির কাজ করতাম। সপ্তাহের বাকি দিন আমি স্কুল এবং অ্যাকাডেমিতে যেতাম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন আমার বাবার উপার্জন খুব কম ছিল, তাই তিনি আমার ফি দিতে পারতেন না এবং আমারও তা দেওয়ার মতো সামর্থ্য ছিল না, কিন্তু টেপ বল ক্রিকেট খেলে আমি সহজেই আমার ফি দিতে পারতাম।”
তিনি যোগ করেছেন, “পাকিস্তানে যে ছেলেরা পেশাদারভাবে টেপ বল খেলে , তারা সহজেই প্রতি মাসে প্রায় ২-২.৫ লাখ টাকা উপার্জন করে। আমি এটা রোজগার করতাম এবং আমার মাকে দিতাম, কিন্তু আমি আমার বাবাকে এত উপার্জনের কথা বলিনি।”
এশিয়া কাপ ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন হারিস রউফ
এশিয়া কাপ ২০২৩-এ হারিস রউফ ৪টি ম্যাচ খেলেছিলেন এবং মোট ৯টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। তবে চোট পাওয়ার কারণে তিনি সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচটিতে বোলিং করতে পারেননি। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটিতে তিনি খেলেননি।
হারিস রউফ গ্রুপ পর্বে নেপাল এবং ভারতের বিরুদ্ধে যথাক্রমে ২টি এবং ৩টি উইকেট নিয়েছিলেন। এরপর সুপার ফোর পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
The post “আমার ফি দেওয়ার জন্য বাজারে স্ন্যাকস বিক্রি করতাম” – আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগের সংগ্রামের কথা স্মরণ করলেন হারিস রউফ appeared first on CricTracker Bengali.