Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সিরিজে নেমেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে দুরন্ত পারপরম্যামন্স প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফর চলার পরই ভারতীয় দল নামতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আগামী অগস্ট মাসে হতে চলেছে সেই সিরিজ। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। শোনাযাচ্ছে সেই সিরিজেই নাকি বিস্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের কোচিং স্টাফকে। রকাহুল দ্রাবিড় সহ পরশ মাম্বরে এবং বিক্রম রাঠোরদের বিশ্রাম দেওয়ৈা হতে পারে সেই সিরিজে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের টি টোয়েন্টি সিরিজ। সেখানে যে দলের বেশ কিছু সিনিয়র সদস্যদেরও বিশ্রাম দেওয়া গহে তা বলার অপেক্ষা রাখে না। তাদের সঙ্গে এূার রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোরদেরও বিশ্রাম দিতে চলেছে ভারতীয ক্রিকেট বোর্ড। সামনেই ঠাসা কর্মসূচী রয়েছে ভারতীয় দলের। সেজন্যই এমন বাবনা চিন্তা বোর্ডের অন্দরে। যদিও সরকারীভাবে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি।
রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। প্রথম ম্য়াচেই তারা এক ইনিংস ও ১৩১ রানে জিতেছে ভারত। সেই দ্বিতীয় টেস্ট জিততে পারলেই সিরিজও পকেটে পুরে নেবে ভারতীয় দল। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই ম্যাচের সিরিজ খেলবে। শোনাযাচ্ছে সেই সিরসিজের পরই নাকি রাহুল দ্রাবিড় সহ বাকি কোচ বিক্রম রাঠোর, পরশ মাম্বরেরাও নাকি ভারতে ফিরে আসবেন। অন্। কোচের তত্ত্বাবধানেই ভারতীয় দলের ক্রিকেটাররা নামবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। শোনাযাচ্ছে রাহুল দ্রকাবিড়দের পরিবর্তে সেখানে ভিভিএস লক্ষ্মণ, হৃষিকেশ কার্ণিতকাররা ভারতীয় দলের কোচের দায়িত্ব সামাল দেবেন। এর আগেও আয়ারল্যান্ডের সিরিজে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামাল দিতে দেখা গিয়েছে। সেবার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছিল হার্দিরক পান্ডিয়ার কাঁধে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেও সেই হার্দিককেই অধিনায়ক করতে পারেন নির্বাচকরা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেবার হার্দিক পান্ডিয়াকে প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখা গিয়েছিল। সেই সিরিজ জিতেছিল ভারতীয় দল। সেবারও টিম ইন্ডিয়ার কোচের দয়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ডেরপ বিরুদ্ধে তিনটি ম্যাচই ডাবলিনে খেলতে চলেছে ভারতীয় দল। সেখানেই এবার ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
The post আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে রাহুল দ্রাবিড় সহ বাকি কোচদের appeared first on CricTracker Bengali.