INDIA vs NETHERLANDS. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )
পাকিস্তান তাদের দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে পারলেও ঘরের মাঠে বিশ্বকাপের আগে একটিও প্রস্তুতি ম্যাচ খেতে পারলেন না রোহিত শর্মা। ইংল্যান্ডের পর নেদারল্যান্ডের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে নামা হল না ভারতীয় দলের। পরপর দুটো প্রস্তুতি ম্যাচই টিম ইন্ডিয়ার বৃষ্টির জন্য ভেস্তে গেল। একটিও প্রস্তুতি ম্যাচ না খেলেই বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামতে হবে টিম ইন্ডিয়াকে। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিরুবন্তপুরমে নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেই ম্যাচে নামার আগেও প্রবল বৃষ্টি। শেষপর্যন্ত চেষ্টা চালালেও মাঠে নামা সম্ভব হয়নি কোনও দলেরই।
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই নিজেদের পারফরম্যান্স দেখে নেওয়ার শেষ সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। কিন্তু বৃষ্টির জন্য সমস্ত পরিকল্পনাই যে ভেস্তে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিটি দলেরই দুটো করে প্রস্তুতি ম্যাচের সূচী রয়ছে। ভারতের ম্যাচ চিল ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ৩০ সেপ্টেম্বর ভারতের ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে। সেখানেও বৃষ্ট্র জন্য সেই ্মযাচ খেলা সম্ভব হয়নি। একই চিত্র দেখা গেল এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও।
ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম প্রস্তুতি ম্যাচে নামতে পারেনি ভারত
বিশ্বকাপের আগে এই দুই ম্যাচে যে ভারতীয় দল আরও কয়েকটা জায়গা ভালভাবে দেখে নিতে চেয়েছিল তা বালর অপেক্ষা রাখে না। কিন্তু তিরুবন্দতপুরমে প্রবল বৃষ্টিতে সমস্ত পরিকল্পনাই ভেস্তে গিয়েছে। এই ম্যাচে বিরাট কোহলির খেলা নিয়েও একটা অনিস্চয়তা দেখা গিয়েছিল। যদিও সেই ম্যাচে খেলতে পারল না ভারতীয় দল। এবারের বিশ্বকাপের ম়্চে ভারতীয় দলের গায়ে ফেভারিটের তকমা রয়েছে। এখনও পর্যন্ত যেকজন প্রাক্তন ক্রিকেচটার তাদের প্রথম চার দল বেছে নিয়েছেন সেই তালিকায় সকলেই ভারতীয় দলকে রেখেছিলেন।
UPDATE: The warm-up match between India & Netherlands is abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 https://t.co/rbLo0WHrVJ pic.twitter.com/0y4Ey1Dvye
— BCCI (@BCCI) October 3, 2023
কয়েকদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। শুধুমাত্র তাই নয় এবারের এশিয়া কাপও চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট রানের পাশাপাশি মহম্মদ সিরাজের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে শ্রীলঙ্কাকে শেষ করে দিয়েছিল টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপের মঞ্চেও যে সেই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না।
প্রস্তুতি ম্যাচে সেই জায়গাগুলোই যে দেখে নিতে চাইছিল ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত বৃষ্টির কারণে সেই ম্যাচে নামতে পারেনি তারা। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনাও। এবারের বিশ্বকাপের বৃষ্টির দাপট নিয়ে সকলের চিন্তা বাড়াটাই স্বাভাবিক।
The post ইংল্যান্ডের পর নেদারল্যান্ডের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে নামতে পারল না ভারত appeared first on CricTracker Bengali.