ইংল্যান্ডের প্ৰথম বোলার হিসেবে অ্যাশেজ সিরিজে ১৫০টি উইকেটের মালিক হলেন স্টুয়ার্ট ব্রড

জুলাই 28, 2023

No tags for this post.
Spread the love

Stuart Broad. (Photo by Mark Brake – CA/Cricket Australia via Getty Images)

ইংল্যান্ডের প্ৰথম বোলার হিসেবে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫০টি উইকেট নেওয়ার রেকর্ড করলেন স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজ সিরিজ ২০২৩-এর পঞ্চম এবং শেষ টেস্টে এই মাইলফলকটি স্পর্শ করেন তিনি। দ্বিতীয় দিন লাঞ্চের পর অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁ-হাতি ওপেনার উসমান খাওয়াজাকে আউট করার মাধ্যমে এই রেকর্ডটি করেন ব্রড। এই উইকেটটি নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফিরতেও সাহায্য করেন তিনি।

নিজের দক্ষতা এবং শৈলীর মাধ্যমে অনেক আগেই স্টুয়ার্ট ব্রড প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি একজন উচ্চমানের বোলার। টেস্ট ক্রিকেটে তার নামে ৬০০-এরও বেশি উইকেট রয়েছে। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে নিজের অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যোগ করলেন তিনি। উসমান খাওয়াজা পিচে পুরোপুরি সেট ছিলেন। তিনি ১৫৬ বলে ৪৭ রান করে ব্যাটিং করছিলেন। এরপরেই তার ১৫৭ নম্বর বলে স্টুয়ার্ট ব্রডের শিকার হন তিনি। ব্রড এই উইকেটটি নিয়ে ইংল্যান্ডকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেন।

চলতি অ্যাশেজ সিরিজে এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্নের পাশে নিজের নাম যোগ করেছেন স্টুয়ার্ট ব্রড। এই তিনজন বোলারের পরেই অ্যাশেজ সিরিজে ১৫০টি উইকেট নিলেন ব্রড। তবে ইংল্যান্ডের কোনো বোলার এর আগে এই মাইলফলক স্পর্শ করেননি।

অ্যাশেজ সিরিজে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শেন ওয়ার্নের নামে

অ্যাশেজ সিরিজে সবথেকে বেশি উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। তার নামে ১৯৫টি উইকেট রয়েছে। ওয়ার্নের ঠিক পরেই রয়েছেন ডেনিস লিলি। তিনি ১৬৭টি উইকেট নিয়েছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। তিনি অ্যাশেজ সিরিজে ১৫৭টি উইকেট শিকার করেছিলেন।

স্টুয়ার্ট ব্রড অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার থেকে খুব একটা বেশি দূরে নেই। উসমান খাওয়াজার পর ট্র্যাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। সুতরাং, অ্যাশেজ সিরিজে তার বর্তমান উইকেট সংখ্যা হল ১৫১।

প্ৰথম ইনিংসে ১০ উইকেটে ২৮৩ রান করেছিল ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হ্যারি ব্রুক। তিনি ৯১ বলে ৮৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ২টি ছয়। মিচেল স্টার্ক খুব ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ৪টি উইকেট নিয়েছিলেন। প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়া কত রান করে সেটাই এখন দেখার বিষয়।

The post ইংল্যান্ডের প্ৰথম বোলার হিসেবে অ্যাশেজ সিরিজে ১৫০টি উইকেটের মালিক হলেন স্টুয়ার্ট ব্রড appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador