Harbhajan Singh. (Photo Source: Twitter)
আগামী ২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই মুহূর্তে চলতি বিশ্বকাপে অপরকাজিত তকমা ধরে রেখেছে টিম ইন্ডিয়া। এহবার তাদের সামনে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপের মঞ্চে সেমিপাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলবে ভারতীয় দল। ইংল্যান্ড বধের লক্ষ্যে ইতিমধ্যেই লখনউয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় শিবির। সেই ম্যাচে নামার আগেই বাতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনারে খেলারই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। যদিও গত ম্যাচ থেকে খেলতে পারছেন না ভারতীয় দলের তারকা অস রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে খেলছেন সূর্যকুমার যাদব। এবার সেই দলেই রবিচতন্দ্রন অশ্বিনকে খেলানোর একটা গুঞ্জন চলছে। যদিও শেষপর্যন্ত কী হবে কিনা তা তো সময়ই বলবে। হরভজন সিং অবশ্য তিন স্পিনারেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পরামর্শ দিচ্ছেন। তাঁর মতে ইংল্যান্ডের স্পিন খেলার খানিকটা সমস্যা রয়েছে। সেখানেই স্পিনারদের কাজে লাগানোর বার্তা দিচ্ছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে
এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি ইংল্যান্ড। সেখানে প্রতিটি ম্যাচেই স্পিনারদের বিরুদ্ধে বেস সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাদের। সেই কারণেই এই ম্যাচে মহম্মদ সিরাডকে বিশ্রাম দিয়ে আরেকজন স্পিনারকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। সেখানেই রবিচন্দ্রন অশ্বিনকে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে কাজে লাগানো হবে কিনা তা তো সময়ই বলবে।
হরভজন সিং নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “ইংল্যান্ড স্পিনের বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারছে না। বিশেষ করে এবারের বিশ্বকাপেই ইংল্যান্ডের পারফরম্যান্স ভাল হচ্ছে না। সেখানে প্রথম থেকেই যদি স্পিন আক্রমণ করা হয় তবে আমার মনে হয় যে ইংল্যান্ড খুব এঅকটা ভাল খেলতে পারবে না। আমার মনে হয় তিনজন স্পিনারকে খেলানোর ভাবনাটা খুব একটা খারাপ হবে”।
এঅকটানা ম্যাচ খেলার ফলেই মহম্মদ সিরাজকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন হরভজন সিং। একইসঙ্গে হরভজন সিং মনে করছেন যে এই ম্যাচে মহম্মদ সামিকে দলে রাখার সিদ্ধান্ত নেবেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে তিন স্পিনারে খেলার পরামর্শ হরভজন সিংয়ের appeared first on CricTracker Bengali.










