Eoin Morgan. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)
ওডিআই বিশ্বকাপ শুরু হতে খুব একটা বেশী দিন বাকি নেই এবার। আগামী অক্টোবর থেকে শুরু হবে এঅবারের বিশ্বকাপষ সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রখম ম্যাচে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারেও সুরু থেকে তারা জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে বিশ্বকাপের প্র্স্তুতি ইংল্যান্ড শিবির যে এখন থেকেই শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই অবসর ভেঙে ইংল্যান্ড শিবিরে ফিরেছেন বেন স্টোকস। তবে ইংল্যান্ডের প্রাথমিক দলে সুযোগ হয়নি হ্যারি ব্রুকসের।
ইতিমধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে ইংল্যন্ড সহ বেশ কয়েকটা দেশ। সেখানেই ইংল্যান্ডের শিবিরে জায়গা হয়নি হ্যারি ব্রুকসের। যা দেখার পর অনেকেই নানা কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। বিশেষ করে হ্যারি ব্রুকসের সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পরও ইংল্যান্ড শিবিরে জায়গা না হওয়াতে অনেকেই নানান মন্তব্য় করতে শুরু করেছেন। তবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান কিন্তু এই সিদ্ধান্তে কিন্তু একেবারেই বিচলিত নন।
হ্যারি ব্রুকসের জায়গাতেই ইংল্যান্ড শিবিরে ফিরেছেন বেন স্টোকস
বরং প্রাক্তন ব্রিটিশ অধিনবায়কের মতে এই ইংল্যান্ডে নাকি হ্যারি ব্রুকসের এই মুহূর্তে কোনও জায়গা নেই। কয়েকদিন আগেই ওডিআইয়ে অবসর ভেঙে ইংল্যান্ড শিবিরে ফিরেছেন বেন স্টোকস। কার্যত হ্যারি ব্রুকসের পরিবর্তেই যে তিনি ব্রিটিশ শিবিরে এসেছেন তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মতে এই মুহূর্তে ইংল্যান্ড যে প্রাথমিক দল ঘোষণা করেছেতা একেবারেই সঠিক রয়েছে। হ্যারি ব্রুুকস সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, বেশীরভগ ক্ষেত্রেই তা টি টোয়েন্টি ফর্ম্যাটে দেখিয়েছেন তিনি।
ইয়ন মর্গ্যান জানিয়েছেন, “এই দল সত্যি খুব ভাল একটি শিবির। বিশেষ করে এই দলের বহু সাফল্য রয়েছে। যেখানে বেশ কয়েকজন ভাল ক্রিকেটারও দলে সুযোগ পাননি। যে দল নির্বাচিত হয়েছে, সেই দল ভালভাবেই দেখেছি আমি। আমার মনে হয় এই দলে হ্যারি ব্রুকসের কোনও জায়গা নেই”।
বেন স্টোক ফেরার পর যে ইংল্যান্ড শিবিরের মিডল অর্ডার অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের। এই মুহূর্তে ইংল্যান্ড যদি অন্য কাওকে নেওয়ার কথা ভাবে তবে তা একমাত্র টপ অর্ডার ব্যাটার হতে পারে। ইংল্যান্ডের হয়ে সাদা বলের ফর্ম্যাটে ৬৪.৩৫ গড় রয়েছে হ্যারি ব্রুকসের। তবুও তাঁকে দলে না রাখার সিদ্ধান্তকেই সমর্থন করছেন ইয়ন মর্গ্যান।
The post ইংল্যান্ড শিবিরে হ্যারি ব্রুকসকে না রাখার সিদ্ধান্তকে সমর্থন ইয়ন মর্গ্যানের appeared first on CricTracker Bengali.