Ishan Kishan. (Photo Source: BCCI)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের পর ওওডিই সিরিজও পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটাররা। বিশেষ করে এই সিরিজে ভারতীয়দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ঈশান কিষাণ। ম্যাচ শেষে সেই ঈশান কিষাণই মুখোমুখি হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারার। সেই ব্রায়ান লারার ইনস্টাগ্রামে তাঁর উদ্দেশ্যে মেসেজ দেখার পরই তিনি যে কতটা হতবাক হয়ে গিয়েছিলেন সেই কথাই এবার জানালেন ঈশান কিষাণ।
ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্টের মঞ্চে অভিষেক হয়েছিল ঈশান কিষাণের। সেখানেও অর্ধশতরানের ইনিংস রয়েছে ঈশান কিষাণের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। ব্রায়ানন লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কান্ডরী ছিলেন তিনি। সিরিজ নির্ণায়ক ম্যাচেও ঈশান কিষাণের ব্যাট থেকে এসেছে বড় রান। সেখানেই ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন। ম্যাচের পর সেই ব্রায়ান লারার সঙ্গেই সাক্ষাত ভারতীয়দলের এই তরুণ ক্রিকেটারের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন ঈশান কিষাণ
এমন ক্রিকেটারের সঙ্গে সাক্ষাত হওয়াটা যে সবসময়ই একটা বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষেব্রায়ান লারার সহ্গে নানান বিষয়ে সোচনা করেন তিনি। হয়ত বেশ কিছু পরামর্সও পেয়ে গিয়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেই বিষয়েই মুখ খুলেছেন ঈশান কিষাণ। ব্রায়ান লারার থেকে ইনস্টাগ্রামে প্রথম মেসেজ পাওয়ার পর কেমনভাবে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। কেমনই কেমনভাবে ব্রায়ান লারার সেই লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করার পর নেটে ফের প্রস্তুতি সারার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে।
এই প্রসঙ্গে ঈশান কিষাণ জানিয়েছেন, “আমি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলাম। বিশেষ করে যেসম মি দেখেছিলাম যে ইনস্টাগ্রামে মার কাছে ব্রায়ান লারার মেসেজ এসেছে। সেই সমমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে কেমন করে মাকে মেসেজ করলেন আপনি। এই খেলার অন্যতম কিংবদন্তী মাকে মেসেজ করেছিলেন। আর তাতেই আমি অত্যন্ত আপ্লুত হয়েছিলাম”।
এবারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রতিটি ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ইশান কিষাণ। সেখানে শেষ ম্যাচেও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। এমন পারফরম্যান্স দেখিয়ে সিরিজের সেরার ক্রিকেটারেরক তকমাও উঠেছে ঈশান কিষাণের গায়ে। এই পারফরম্যান্স ঈশান কিষাণ আগামী দিনেও ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post ইনস্টাগ্রামে ব্রায়ান লারার থেকে মেসেজ পেয়ে হতবাক হয়ে গিয়েছিলেন ঈশান কিষাণ appeared first on CricTracker Bengali.