KL Rahul. (Photo Source: Instagram/KL Rahul)
এশিয়া কাপের মঞ্চে লোকেশ রাহুলের খেলা নিয়ে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি। বিশেষ করে ইয়ো ইয়ো টেস্টের পর থেকে সেই গুঞ্জন আরও জোরালো হতে শুরু করেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ হার্দিক পান্ডিয়ারা ইয়ো ইয়ো টেস্টে সফলভাবে উত্তীর্ণ হলেও সেই টেস্টে নামেননি লোকেশ রাহুল। আর এই খবর যে ভারতীয় শিবিরে অস্বস্তি জানানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। দলে থাকলেও শেষপর্যন্ত লোকেশ রাহুল ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই এখন থেকে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।
আইপিএল চলার মাঝেই কুঁচকিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। আইপিএলের মঞ্চে কোনও ম্যাচে যেমন আর খেলতে পারেননি তিনি। তেমনি ভারতীয় দলের হয়েও আর কোনও ম্যাচে নামতে পারেননি তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পাশাপাশি ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও মাঠে নামতে পারেননি লোকেশ রাহুল। যদিও চোট সারিয়ে শেষপর্যন্ত এশিয়া কাপের স্কোয়াডে ভারতীয় দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু তিনি যে পুরোপুরি চোটমুক্ত এমনটা কিন্তু একেবারেই নয়।
আইপিএলের সময় চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
এশিয়া কাপের দলে লোকেশ রাহুলকে রাখা হলেও, তাঁর যে হাল্কা চোট রয়েছে সেই কথা দল ঘোষণার পরই জানিয়েছিলেন অজিত আগরকর। পুরনো চোটের জায়গায় চোট না লাগলেও তাঁর যে হাল্কা একটা চোট রয়েছে তা স্বীকার করতে দ্বিধা করেননি ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। সেইসঙ্গে এশিয়া কাপের মঞ্চে লোকেশ রাহুল যে কয়েকটা ম্যাচ নাও খেলতে পারেন সেই কথারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সেই লোকেশ রাহুলই নামলেন না ইয়ো ইয়ো টেস্টে।
আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচে লোকেশ রাহুলের নামার সম্ভাবনা ক্রমশই কমছে। বিশেষ করে এবারের ইয়ো ইয়ো টেস্টে তাঁর না নামা ঘিরে শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। তিনি কী আদৌ এবারের এশিয়া কাপে খেলতে নামবেন কিনা সেটাই দেখার। যদিও লোকেশ রাহুল খেলতে না পারলে যে তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ হতে চলেছে তরুণ ক্রিকেটার ঈশান কিষাণেরও।
শোনাযাচ্ছে ইয়ো ইয়ো টেস্টে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ারা। এই মুহূর্তে লোকেশ রাহুলের খেলা ঘিরেই চলছে নানান হিসাব নিকাশ।
The post ইয়ো ইয়ো টেস্টে নামলেন না লোকেশ রাহুল, এশিয়া কাপের আগে অস্বস্তি বাড়ছে ভারতীয় দলের appeared first on CricTracker Bengali.