Aakash Chopra. (Photo Source: Facebook)
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় শিবিরে নেই লোকেশ রাহুল। তাঁর জায়গায় যে ভারতীয় দলের প্রথম একাদসে ঈশান কিষণকেই দেখা যেতেচলেছে তা বলার অপেক্ষা রাখে না। বে প্রশ্নটা উঠছিল তাঁকে কোন পজিশনে খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এশিয়া কাপের মঞ্চে পাঁচ নম্বর পজিসনেই ঈশান কিষাণকে খেলানো উচিত্ ভারতী দলেরটার নম্বরে যে তিনিও শ্রেয়স আইয়ারকেই এগিয়ে রাখছেন তা বলার অপেক্ষা রাখে না।
চোট সারিয়ে এশিয়া কাপের দলেইঅ ফিরেছিলেন লোকেশ রাহুল। কিন্তু তাঁকে নিয়ে পুরোপুরি স্বস্তিতে ছিল না ভারতীয় দল। ভারতীয় দলে লোকেশ রাহুল ফিরলেও তিনি যে পুরোপুরি চোটমুক্ত নন সেই কথা অজিত আগরকররই জানিছিলসেন দল ঘোষণার সময় থেকে। তবুও লকেশ রাহুলের খেলা নিয়ে সকলেই আশাবাদী ছিল। কিন্তু শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগেই ভারতীয়শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। চোটের জন্যই পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
লোকেশ রাহুলের পরিবর্তেই প্রথম একাদশে আসতে চলেছেন ঈশান কিষাণ
সেই থেকেই লোকেশ রাহুলের পরিবর্তে কোন ক্রিকেটারকে ভারতীয়দল প্রথম এরকাদশে রাখে তা নিয়েই সুরু হয়েছিল নানান জল্পনা। স্ট্যান্ডবাই ুইকেটকিপার ব্যাটার হিসাবে দলে সঞ্জু স্যামসনমকে রাখা হয়েছিল। তবে স্কোয়াডে ঈশান কিষণ রয়েছেন। সবকিছু ঠিকঠাক চললে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের উইকেটকিপার হিসাবে খেলতে চলেছেন ঈশান কিষাণই। তবে তিনি খেললে কোন পজিশনে খেলবেন তা নিয়েই নানান কথাবার্তা চলছিল। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে ঈশান কিষাণকে পাঁচ নম্বরেই খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
আকাশ চোপড়া মনে করছেন এই ম্যাচে ভারতীয় দলের হয়ে চার নম্বর পজিশনেই খেলানো উচিত্। সেখানেই পাঁচ নম্বরে ঈশান কিষাণকে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। একইসঙ্গে ভারতীয় দলের স্ট্র্যাটেজি নিয়েই নানান পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেখানে আবারযদি ঈশান কিষাণকে ওপেনিং করতে দেখেন তিনি তাতেও আকাস চোুড়া খুব একটাঅঅবাক হবেন না বলেই মনে করছেন।
ঈশান কিষাণ অবশ্য নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে মিডল অর্ডারে খেলেছেন। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ভারতীয় দল ওপেনিং জুটি খুব একটা পরিবর্তন করবে না বলেই মনে করছেন আকাশ চোপড়া। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশ কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ঈশান কিষাণকে পাঁচ নম্বর পজিশনেই খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.