উইন্ডসোর পার্কে নামার আগে ১২ বছর আগের স্মৃতি রোমন্থন বিরাট কোহলির

জুলাই 10, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli and Rahul Dravid. (Photo Source: Twitter/imvkohli)

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকার উইন্ডসোর পার্কে নামছে ভারতীয় দল। প্রায় ১২ বছর পর এই মাঠে টেস্টের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি এখন জোর কদমে চলছে ভারতীয় দলের। হাতে রয়েছে আর মাত্র দুটো দিন। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামবে ভারত। সেই ম্যাচের আগেই খানিকটা আবেগতাড়িত বিরাট কোহলি। বিশেষ করে রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই ম্যাচে নামার আগে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া নিয়েই বিরাট কোহলি নিজের আবেগ চেপে রাখতে পারলেন না।

২০১১ সালে শেষবার এই মাঠে টেস্ট খেলেছিল ভারতীয় দল।  সেই দলের একমাত্র সদস্য হিসাবে এ্ই সিরিজের স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গে আরও একজন রয়েছেন ভারতীয় দলের সঙ্গে। ২০১১ সালের সেই দলের অন্যতম সদস্য রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। ১২ বছর পর ডমিনিকাতে নামছে ভারতীয় দল। সেখানে ব্যাট হাতে বিরাট কোহলিকে যেমন দেখা যাবে। তেমনই ডাগ আউটে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। এই মাঠে নামার আগে সেই ১২ বছরের পুরনো স্মৃতিই যেন ফিরে আসছে বিরাট কোহলির।

২০১১ সালে শেষবার এই মাঠে টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়ের ভূমিকাটা বদলে গেলেও, ডমিনিকাতে তাঁকে সঙ্গে পাওয়াটাই যেন আবেগতাড়িত করে তুলেছে ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ককে। ২০১১ সালের সেই ম্যাচের এই দুই সদস্যই এখন ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছে।  ১২জুলীাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যবন্ত কী হবে তা তো সময়ই বলবে।  তবে এই সিরিজ দিয়েই ভারতীয় দলের আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হতে চলেছে।

The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES

— Virat Kohli (@imVkohli) July 9, 2023

এই ম্যাচে নামার আগে আবেগতাড়িত হয়ে বিরাট কোহলির বার্তা, ২০১১ সালে এই মাঠে শেষবার ভারতীয় দলের টেস্ট ম্যাচের স্কোয়াডে ছিলেন এই দুই সদস্য। কখনোই ভাবতে পারিনি যে এই যাত্রাটা ফের আমাদের দুজনকে এখানে নিয়ে আসবে তাও আবার সম্পূর্ণ অন্য ভূমিকায়। সত্যিই আমি কৃতজ্ঞ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় রানের ঝলক দেখা য়ায়নি বিরাট কোহলির ব্যাট থেকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে বিরাট কোহলিকে ঘিরে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলি নিজেও বড় রান পেতে মরিয়া হয়ে রয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে।

The post উইন্ডসোর পার্কে নামার আগে ১২ বছর আগের স্মৃতি রোমন্থন বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador