“একজন দুর্দান্ত খেলোয়াড়” – বিরাট কোহলির শতরানের পর তার প্রশংসা করলেন ব্রায়ান লারা

জুলাই 22, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli. (Photo Source: BCCI)

নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে একটি দুরন্ত শতরান করেছেন বিরাট কোহলি। তার হাত ধরেই প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে রানের পাহাড় নথিভুক্ত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। তিনি ২০৬ বলে ১২১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ১১টি চার।

বিরাট কোহলি বর্তমানে দুর্দান্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্ৰথম ম্যাচেও তিনি ভালো রান পেয়েছিলেন। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করা অবশ্যই একটি অনেক বড় ব্যাপার। তিনি প্ৰথম ব্যাটার হিসেবে এই কাজটি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৭৬তম শতরান এবং টেস্ট ক্রিকেটে ২৯তম শতরান। অনেকেই বিরাট কোহলির এই ইনিংসের প্রশংসা করেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাও তাদের মধ্যে রয়েছেন।

একটি সাক্ষাৎকারের সময় ব্রায়ান লারা বলেন, “সে একজন দুর্দান্ত খেলোয়াড়, এমন একজন, যাকে আপনি বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। আপনি যদি তা করেন তবে কিছু লোককে দিনের শেষে মূল্য দিতে হবে। আইপিএলে এবং সম্প্রতি তিনি যেভাবে খেলেছেন, সত্যিই তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়, এবং আপনি আশা করতে পারেন না যে এরকম কাউকে দীর্ঘ সময়ের জন্য আটকে রাখা যাবে।”

EXCLUSIVE- @BrianLara on @imVkohli on his 29th Test hundred and more. Says something which will worry bowlers the World over. Speaks to @debasissen at the Queens Park Oval in Trinidad. @RevSportz #INDvsWI #ViratKohli pic.twitter.com/kbbhjsEnPy

— Boria Majumdar (@BoriaMajumdar) July 22, 2023

প্ৰথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত

বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা মিলে ১৫৯ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। জাদেজা ১৫২ বলে ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার। ইশান কিষান খুব বেশি রান করতে পারেননি। তিনি ৪টি চার সহ ৩৭ বলে ২৫ রান করে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন শেষে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি ৭৮ বলে ৫৬ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার। শেষমেশ ১২৮ ওভারে ১০ উইকেটে ৪৩৮ রান করে ভারত।

কেমার রোচ এবং জোমেল ওয়ারিকান যথাক্রমে ২২ ওভারে ১০৪ রান এবং ৩৯ ওভারে ৮৯ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। জেসন হোল্ডার ২১ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট নেন। শ্যানন গ্যাব্রিয়েল ১টি উইকেট পান।

দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪১ ওভারে ১ উইকেটে ৮৬ রান। তেজনারায়ণ চন্দ্রপল ৪টি চার সহ ৯৫ বলে ৩৩ রান করেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ক্রেগ ব্রেথওয়েট এবং কির্ক ম্যাকেঞ্জি। তৃতীয় দিনের খেলায় কি হয় সেটাই এখন দেখার বিষয়।

The post “একজন দুর্দান্ত খেলোয়াড়” – বিরাট কোহলির শতরানের পর তার প্রশংসা করলেন ব্রায়ান লারা appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8