“এটি হল বাউন্স” – দক্ষিণ আফ্রিকায় ভারতের প্রধান দুর্বলতা নিয়ে মুখ খুললেন ফাফ ডু প্লেসিস

ডিসে. 26, 2023

No tags for this post.
Spread the love

Faf du Plessis. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্ৰথম ম্যাচটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে ভারতকে প্ৰথমে ব্যাট করার সুযোগ দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগে ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট সিরিজ খেলেছিল। সেখানে ভারতীয় দল এখনও পর্যন্ত একটি টেস্ট সিরিজও জিততে পারেনি।

২০১৭-১৮ সালে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি, তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে ভারতের অসফলতা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে ভারতের ব্যাটাররা অতিরিক্ত বাউন্সে খেলার ক্ষেত্রে অভ্যস্ত নয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফাফ ডু প্লেসিস বলেন, “এটি হল বাউন্স। ভারতে তারা সাধারণত যে বাউন্সের মুখোমুখি হয় তার তুলনায় এখানে প্রায় এক হাত অতিরিক্ত বাউন্স রয়েছে। তারা সেখানে অন দ্য আপে বল মারতে অভ্যস্ত, কিন্তু দক্ষিণ আফ্রিকার বাউন্স এবং পার্শ্বীয় মুভমেন্টের সাথে আপনি যদি অভ্যস্ত না হন তাহলে আপনি সফল হতে পারবেন না। দক্ষিণ আফ্রিকায় ভালো করার চাবিকাঠি হল ভালোভাবে বল ছাড়া এবং দীর্ঘ সময়ের জন্য টিকে থাকা।”

“আপনাকে সব সময় ধৈর্য ধরতে হবে এবং কন্ডিশনকে সম্মান করতে হবে” – ফাফ ডু প্লেসিস

ফাফ ডু প্লেসিস ২০১৭-১৮ সিরিজের কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন যে সেইবার ভারত বল ছাড়ার কাজটি খুব ভালোভাবে করেছিল।

৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার বলেন, “আমার ২০১৮ সালের সিরিজের কথা মনে আছে, যেখানে তারা আমাদের বিরুদ্ধে সত্যিই বেশ ভালোভাবে খেলেছিল। তারা সেইবার খুব ভালোভাবে বল ছেড়েছিল এবং এটিই দক্ষিণ আফ্রিকায় একটি সফল টেস্ট দল হওয়ার চাবিকাঠি। আপনাকে সব সময় ধৈর্য ধরতে হবে এবং কন্ডিশনকে সম্মান করতে হবে। অতিরিক্ত বাউন্স সহ শর্ট বলগুলিকে কিভাবে খেলবেন এবং কতটা ভালোভাবে সেগুলিকে ছেড়ে দেবেন সেই সম্পর্কে একটি ভালো পরিকল্পনা থাকা দরকার।”

প্ৰথম টেস্টের প্ৰথম দিনে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২০৮ রান তুলতে সক্ষম হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এখনও পর্যন্ত একমাত্র কেএল রাহুলই অর্ধশতরানের গন্ডি টপকাতে পেরেছেন। তিনি ১০৫ বলে ৭০ রান করে ক্রিজে টিকে রয়েছেন। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার যথাক্রমে ৬৪ বলে ৩৮ রান এবং ৫০ বলে ৩১ রান করেছেন। কাগিসো রাবাডা ১৭ ওভারে ৪৪ রানের বিনিময়ে ৫টি উইকেট পেয়েছেন।

The post “এটি হল বাউন্স” – দক্ষিণ আফ্রিকায় ভারতের প্রধান দুর্বলতা নিয়ে মুখ খুললেন ফাফ ডু প্লেসিস appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador