MS Dhoni. (Photo Source: Twitter)
এমএস ধোনি যে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কদের মধ্যে একজন সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। তার নেতৃত্বে ভারত তিনটি আইসিসি ইভেন্ট জিতেছিল। এছাড়াও চেন্নাই সুপার কিংস (সিএসকে) তার নেতৃত্বে মোট পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে। তিনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইপিএলকে এখনও বিদায় জানাননি। ২০২৩ সালের আইপিএল মরসুমে তার নেতৃত্বে পঞ্চম আইপিএল ট্রফি জিতেছিল সিএসকে।
সম্প্রতি, অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এমএস ধোনির ভূয়সী প্রশংসা করেছেন। ৪২ বছর বয়সী এই ক্রিকেটারের নিখুঁত নির্বাচন করার ক্ষমতা থাকার জন্য তাকে একজন চলচ্চিত্র পরিচালকের সাথে তুলনা করেছেন অশ্বিন।
রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে হর্ষ ভোগলেকে বলেন, “ধোনি একজন অধিনায়ক নন, তিনি একজন পরিচালক। তিনি আসলে একজন খুব, খুব ভালো চলচ্চিত্র পরিচালক যেমন তিনি খেলার একজন পরিচালক। একজন চলচ্চিত্র পরিচালক কি করেন? তিনি চরিত্র বাছাই করেন এবং তিনি সেই চরিত্রের জন্য সঠিক কাস্ট বেছে নেন। আমি মনে করি, ধোনি একটি চরিত্র বাছাই করেন, তিনি জানেন যে চরিত্রটি কোথায় মানানসই, চরিত্রটির জন্য সঠিক ব্যক্তি কে, এবং তিনি সেই ব্যক্তিকে তার ভূমিকা পালন করার জন্য সঠিক পরিস্থিতি দেন। আমি মনে করি তিনি সুরেশ রায়নার সাথে (২০১১ সালের ওডিআই বিশ্বকাপে) এটাই করেছিলেন।”
তৃতীয় ওডিআই বিশ্বকাপ খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন
এমএস ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ ২০১১ এবং ২০১৫-তে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর, ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে এই অভিজ্ঞ স্পিনার জায়গা করে নিতে পারেননি। তবে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতের চূড়ান্ত দলে তিনি জায়গা করে নিয়েছেন।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্ৰথমে যখন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য দল ঘোষণা করেছিল তখন রবিচন্দ্রন অশ্বিনের নাম তাতে ছিল না। সেই দলে স্পিনার হিসেবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ছিলেন। এরপর, অক্ষর এশিয়া কাপ ২০২৩ চলাকালীন চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজেও তিনি খেলতে পারেননি। শেষমেশ চোট সারিয়ে উঠতে না পারায় ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে যান এই ২৯ বছর বয়সী অলরাউন্ডার। তার বদলি হিসেবেই অশ্বিন বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা করে নেন।
The post “এমএস ধোনি অধিনায়ক নন, তিনি একজন পরিচালক” – রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.