এলপিএলে জাার্সিতে ভারতীয় সংস্থার লোগো ব্যবহারে নারাজ বাবর আজম

জুলাই 31, 2023

No tags for this post.
Spread the love

Babar Azam. (Photo Source: Twitter)

লঙ্কা প্রিমিয়ার লিগে এবারই প্রথমবার নেমেছেন বাবর আজম। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এবারই লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে বাবর আজমের। প্রথম ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধে নেমেছিল জাফনা কিংস। এই ম্যাচ ঘিরে যেমন উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, তেমনই সকলের নজর ছিল বাবর জমের দিকেও। সেখানে অবশ্য শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি পাকস্তানের অধিনায়ক আজম। যদিও সমস্তকিছুর কেন্দ্রে ছিলেন এই বাবর আজমই। হবে নাই বা কেন, লঙ্কা প্রিমিয়ার লিগে ভারতীয় স্পনসর তাঁর জার্সিতে ব্যবহারে নারাজ পাকিস্তানের অধিনায়ক।

লঙ্কা প্রিমিয়ার লিগে এবার কলম্বো স্ট্রাইকার্সের স্পনসর দুই ভারতীয় বেটিং সংস্থা।  ম্যাচে নামার আগেই সেই দুই সংস্থার লোগো ব্যবহারেই নারাজ ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কলম্বো স্ট্রাইকার্সের বাকি ক্রিকেটাররা সেই লোগো নিয়ে মাঠে নামলেও বাবর আজমের জার্সিতে কিন্তু ভারতীয় বেটিং সংস্থার সেই লোগো ছিল না। প্রথম ম্যাচে বড় রান না পাওয়ার থেকেই বাবর আজমকে নিয়ে এই ঘটনার জেরেই যে চর্চা তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম ম্যাচে জাাফনা কিংসের বিরুদ্ধে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরেছেন বাবর আজম

এই নিয়েই এখন ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে রয়েছে। গত রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়েই শুরু হয়েছে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানেই প্রতমম্য়াচেমুখোমুখি বয়েছিল জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। শেষ তিনবার লঙ্কা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবারও সেই ঘধারা অব্যহত রাখতে মরিয়া হয়ে রয়েছেতারা। প্রথম ম্য়াচেি তাদের সামনে ছিল কলম্বো স্ট্রাইকার্স। সেই দলেই এবার রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  সেজন্য ম্যাচের উন্মাদনাও ছিল বেশী। কিন্তু অভিষেক মঞ্চে শুরুটা একে্বারেই ভালভাবে করতে পারলেন না বাবর আজম।  প্রথম ম্যাচে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরতে হয়েছে পাক অধিনায়ককে।

Babar Azam refused to wear the logos of Indian betting companies Kheloyar and 1xBook on the front and back of his playing and training shirts. No betting company logos on his headshots too, other players can be seen wearing them. Respect ❤️ #LPL2023 pic.twitter.com/oKEeTNv3jU

— Farid Khan (@_FaridKhan) July 30, 2023

কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এদিন ওপেনিং করেছিলেন বাবর আজম। সবার নজর যে এই পাক তারকার দিকেই ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কলম্হবো স্ট্রাইকার্সের সমর্থকদের প্রথম দিন স্বস্তি দিতে পারেননি বাবর আজম। থিসারা পেরেরার কাছেই আটকে গিয়েছিলেন তিনি।  যদিো এদিন তাঁর আউটের থেকেই চর্চায় বেশী ছিল বাবর আজমের জার্সিতে স্পনসররের লোগো ব্যবহার না করা।

বারতীয় সংস্থার লোগো থাকার ফলেই সেই লোগো ব্যবহার করতে রাজী হননি পাকিস্তানের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম। এবারের এশিয়া কাপ তাদের মাঠে হলেও শেষপর্যন্ত সেখানে ভারতীয় দল খেলতে রাজী না হওয়ায় ভারতের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে দেওয়া হয়েছে। এটাযে বাবর জমের সেই রাগেরই একটা বহিঃপ্রকাশ তা বলার অপেক্ষা রাখে না।

The post এলপিএলে জাার্সিতে ভারতীয় সংস্থার লোগো ব্যবহারে নারাজ বাবর আজম appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8