Ruturaj Gaikwad. (Photo Source: Twitter)
শুক্রবারই আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। এবারই এসিয়ান গেমসে ফের একবার দেখা যাবে ক্রিকেটের ম্যাচ। সেখানেই দেখা যেতে চলেছে ভারতীয় দলকেও। আগামী ২৮ অক্টোবর এশিয়ান গেমসের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। যদিও সিনিয়র দল নয়। তরুণ ক্রিকেটারদেরপ নিয়ে তৈরি দলই এশিয়ান দেমসের জন্য বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলেরই নেতৃত্বের ভার উঠেছে তরুণ ভারতীয় ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ের ওপর। তাঁর নেতৃত্বেই এবার এক তরকুণ ব্রিগেড নামতে চলেছে এশিয়ান গেমসের মঞ্চে।
সেখানেই সোনা জয়ের লক্ষ্যে ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানেই ভারতীয় স্কোয়াডের সহ্গে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেখানে টেস্ট স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি রুতুরাজ গায়কোয়াড়ের। তবে একদিন এবং টি টেোয়েন্টির সিরিজ এখনও রয়েছে। সেখানে এই তরুণ ক্রিকেটার খেলেন কিনা তা তো সময়ই বলবে।
এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃক্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়
তবে সেই সিরিজ চলার মাঝেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সেখানেই এবার রুতুরাজ গায়কোয়াড়ের নেচতৃকত্বে নামবেন সকলে। সেই প্রতিযোগিতাতেই এবার স্বর্নপদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। সেরার পডিয়ামে দাঁডিয়েই দেশকে গর্বিত করতে চান এই তরুণ ক্রিকেটার। এই দলে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হয়েছে। সেখানে রুতুরাজ গায়কোয়াড় ছাড়াও রয়েছেন তিলক বর্মা, রিঙ্কু সিংয়ের মতো তরুণ প্রতিভারা। এছাড়াও এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক হওয়া যশস্বী জয়সওয়ালও রয়েছেন দলে। তাদেরকে নিয়েই নতুন স্বপ্নদেখছেন রুতুরাজ গায়কোয়াড়।
এই প্রসঙ্গে্ বোর্ডের ওয়েব সাইটে রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, “সোনার পদক জিততে পারাটাই স্বপ্ন। পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে চাই। নির্বাচক, বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টতকে আমাকে এই দায়িত্বের জন্য বেছে নেওয়ায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। দেশের জন্য খেলাটা সবসমনয়ই গর্বের একটা বিষয। আর এমন ধরনের একটা প্রতিযোগিতায় দেশের হয়ে খেলতে নামতে পারার সুযোগ পাওয়াটাও আমার কাছে বিরাট এক প্রাপ্তি। আমার পাশাপাশি দলের অন্যান্য সদস্যদের কাছেও এটা তেমনই একটা মুহূর্ত”।
আগামী ২৮ অক্টোবর থেকে এশিয়ান গেমসে শুরু হবে ক্রিকেটের ম্যাচ। সেখানেই কোয়ার্টার ফাইনাল থেকে সরাসরি খেলবে ভারতীয় দল। স্বর্নপদক জিতে ভারতীয় দল পোডিয়াম উঠতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন রুতুরাজ গায়কোয়াড়ের চোখে appeared first on CricTracker Bengali.