Pakistan Jersey. (Photo source: Twitter)
ওডিআই বিশ্বকাপের দামামা আগেই বেজে গিয়েছে। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই অবশ্য ভারত, পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশ নামতে চলেছে এশিয়া কাপের মঞ্চে। সেই ম়্চে নামার আগেই পাকিস্তানের বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে আলন পিসিবি। সেই জার্সি সোশ্যাল মিডিয়াতেও বেশ হৈচৈ ফেলে দিয়েছে। খানিকটা রেট্র্রো স্টাইলেই এবারের বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছেন বাবর আজম সহ বাকি ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়াতেই সেই জার্সি প্রকাশ্যে এনেছে পিসিবি।
আগামী ২ সেপ্টেম্বর এসিয়াকাপের মঞ্চে ভারতকের বিরুদ্দে কেলতে নামবে পাকিস্তান। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ সেষহয়েছে পাকিস্তানের। সেখানেই পাক ক্রিকেটাররা দুরন্ত পারফরম্যামন্স প্রদর্শন করেছিলেন। শুধু তাই নয়, আফগানিস্তানেপ বিরুদ্ধে সেই সিরিজ জয়ের পর এই মুহূর্তে ওডিআইয়ের মঞ্চে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে পাকিস্তান। শিবির। এশিয়া কাপের আগে শীর্ষস্থানে পৌঁছে যে পাকিস্তানের আত্মবিশ্বাস অখন তুঙ্গে পৌঁছে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সবার আগেই বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে আলন পাকিস্তান। গ্রাফিক্সেই সেই জার্সিতে দেখা যাচ্ছে বাবর আজমদের গায়ে।
এই বছরেই ওডিআই ফর্ম্যাটের শীর্ষস্থানে পৌঁছেছে পাকিস্তান
এবারের এসিয়া কাপের ভারতীয় দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই ফত্তেজনার পারদ তুঙ্গে চড়েচে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কারই মাঝে পাকিস্তানের নতুন জার্সি প্রকাস্যে এনে খানিকটা হলেও সকলকে চমকে দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। এবারের এসিয়াকাপের আয়োজকের দায়িত্বে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম ম্য়াচে এসিয়া কাপে নেপালের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।
Pakistan’s official Star Nation Jersey for ICC @cricketworldcup 2023 🌟
Describe our kit with an emoji 👇
Pre-order at https://t.co/TWU32Ta9wL#WearYourPassion pic.twitter.com/JZzrXXwabo
— Pakistan Cricket (@TheRealPCB) August 28, 2023
সম্প্রতি বিশ্ব ক্রিকেটের মঞ্চে শীর্ষস্থানে পৌঁছেছে পাকিস্তান। এসিয়া কাপ জিততে পারেলও য়ে সেই জায়গা তারা ধরে রাকতে পারবে তা বলার অপেক্ষা রাখে না। সেই লক্ষ্যেই রয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের ইমাম উল হক এবার দুরন্ত ফর্মে রয়েছেন। সেইসঙ্গে বাবর আজম এওয়াহাব রিয়াজ এহং শাহিন আফ্রিদিদের মতো ক্রিকেটাররাও রয়েছেন দুরন্ত ফর্মে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। একইসঙ্গে বাবর আজমংদের নতুন জার্সিতেও মাঠে নামার অপেক্ষায় সকলে।
The post এশিয়া কাপের আগেই প্রকাশ্যে এল পাকিস্তানের বিশ্বকাপের জার্সি appeared first on CricTracker Bengali.