Ravindra Jadeja. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images)
এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের মঞ্চেই নতুন মাইলস্টোনের মালিক রবীন্দ্র জাদেজা। সর্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেটের মালিক হলেন রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্চে শেষ ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই রবীন্দ্র জাদেজার মুকুটে নতুন পালক উঠল। ২০০ উইকেটের মালিক এখন তিনি।
২০০৯ সালে ওডিআই ফর্ম্যাটে কেরিয়ারের প্রথম উইকেট তুলেছিলেন রবীন্দ্র জাদেজা। রিকি পন্টিংয়ে্র উইকেট নিয়েই শুরু হয়েছিল সেই যাত্রা।১৪ বছর পর এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের সামিম হোসেনের উইকেট নিয়েই ওডিআই কেরিয়ারের ২০০ তম উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই আপ্লুত সকলে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও জোড়া উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এখন কপিল দেবকে টপকাতে ৫৪টি উইকেট দূরে রয়েছেন তিনি।
শামিম হোসেনকে ফেরানোর পরই নতুন পালক রবীন্দ্র জাদেজার মুকুটে
ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেট নেওয়ার সঙ্গে আরওএকটি নয়া নজির গড়েছেন এই তারকা ক্রিকেটার। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় বোলাকর হিসাবে ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেট ও ২০০০ রান করার নজির গড়েছেন তিনি। এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত ব্যাট হাতে রবীন্দ্র জাদকেজাকে সেভাবে তাঁর পুরনো ছন্দে দেখা না গেলেও, তিনি বল হাতে স্বমহিমাতেই রয়েছেন। রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স যে সকলকেই স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ১৭৫ ইনিংস খেলেই ২০০ উইকেটের মালিক হলেন স্যার জাড্ডু।
A Special DOUBLE Hundred 👏👏
Well done, Ravindra Jadeja!
Follow the match – https://t.co/OHhiRDZM6W#TeamIndia | #AsiaCup2023 | #INDvBAN pic.twitter.com/9RZE0SUSYL
— BCCI (@BCCI) September 15, 2023
শামিম হোসেনকে এদিন বেশীক্ষণ ক্রিজে থাকার কোনওরকম সুযোগই দেননি রবীন্দ্র জাদেজা। যদিও ম্যাচে এই একটিই উইকেট পেয়েছেন তিনি। শামিম হোসেন সাজঘরে ফেরার পরই রবীন্দ্র জাদেজার মুকুটে উঠেছে নয়া পালক। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ১০ ওভার বোলিং করে ৫৩ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
ভারতীয় দলের হয়ে ধারাবাহিক ভাবে ভাল বোলিং পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন তিনি। বিস্বকাপের আগে রবীন্দ্র জাদেজার এমন পারফরম্যান্স যে ভারতীয় শিবিরে স্বস্তির আবহ তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। ওডিআই ক্রিকেটে সাতবার এরক ইনিংসে চার উইকেট নিয়েঠছেনল রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে পাঁচ উইকেট পেয়েছেন একবার। এখনও পর্যন্ত ওডিআইতে রবীন্দ্র জাদেজার সেরা বোলিং পারফরম্যান্স ২০১৩ সা্লে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ রানে ৫ উইকেট নেওয়া।
The post এশিয়া কাপের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেটের মাইলস্টোন রবীন্দ্র জাদেজার appeared first on CricTracker Bengali.