KL Rahul. ( Photo Source: BCCI )
চোট সারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চেই ভারতীয় দলের হয়ে খেলবেন লোকেশ রাহুল। একইসঙ্গে লোকেশ রাহুলকে এবারের বিশ্বকাপের স্কোয়াডেও রেখেছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। লোকেশ রাহুলকে দলে ফেরানো নিয়েও নানান কথাবার্তা বলতে শুরু করেছেন অনেকে। যদিও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের মতে লোকেশ রাহুলকে বিশ্বকাপ ও এসিয়া কাপের মঞ্চে পাঁচ নম্বরেই ব্যাটিং করানো উচিত্। সেখানেই অতীতের কথা ভুলে যাওয়ার বার্তাও দিয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে চিলেন ভারতীয়দলের কতারকা ক্রিকেটার লোকেশ রাহুল। আইপিএলের সময়ই চোট পয়েছিলেন তিনি। এরপর থেকেই ভারতীয় দলের হয়েআর মাঠেদেখা যায়নি লোকেশ রাহুলকে। যদিও এশিয়া কাপের আগেই তাঁর সুস্থ হয়ে ওঠার কতা শোনা গিয়েছিল। এরকপরই তাঁকে নিয়েবড়তে সুরু করেছিল জল্পনা।শেষপর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ফিরে এসেছিলেন লোকেশ রাহুল। কিন্তু শেষপর্যন্ত সেই মঞ্চেও নামতে পারেননি লোকেশ রাহুল। তাঁর হাল্কা চোটের কথা আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচক অজিত আগরকর। সেই চোটের কারমেই ভারতীয় দলের হয়ে এশিয়াকাপের প্রথম দুই ম্যাচে নামতে পারেননি লোকেশ রাহুল।
চোটের কারণে প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি লোকেশ রাহুল
যদিও কয়েকদিন আগেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। সবকিছু ঠিকঠাক চললে পাকিস্তানের বিরুদ্দেই সুপার ফোরের মঞ্চে নামতে চলেছেন তিনি। সেখানেই লোকেশ রাহুলের খেলার পজিশন কী হবে তা নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে লোকেশ রাহুল ফেরার পর তাঁকে ভারতীয় দলের হয়ে ফের পাঁচ নম্বর পজিশনেই খেলানো উচিত্। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ইরফান পাঠান জানিয়েছেন, “আমার মনে হয়না একেবারেই শর্ট টার্ম মেমোরি রাখা উচিত্। সেখানে দীর্ঘ মেয়াদী পথের কথাই ভাবা উচিত্। কারণ শর্ট টার্ম মেমোরির কথাই যদি ভাবা হয় তবে সেখানে দলের কাছে নানানরকম সমস্যার সৃষ্টি হতে পারে। সেই দল তৈরি করাটা যেমন কঠিন তেমনই সেই দল স্থায়ীত্ব রাখাও কঠিন। মাথায় শুধু একটাই জিনিস রাখতে হবে সেখানে যদি লোকেশ রাহুল খেলেন এবং সেখানে যদি তিনি সেই পারফরম্যান্স দেখাতে না পারেন তবে ঈশান কিষাণকে পুরো বিশ্বকাপটাই খেলান। যাই হোক লোকেশ রাহুল দলে এলেই তাঁকে খেলানো হোক”।
সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post এশিয়া কাপে লোকেশ রাহুলকে পাঁচ নম্বরেই খেলানোর পরামর্শ ইরফান পাঠানের appeared first on CricTracker Bengali.