Srilanka vs Afganistan. ( Image Source: Twitter )
মঙ্গলবার এশিয়া কাপের মঞ্চে মরণ বাঁচন ম্যাচে নামচে আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল আফগানিস্তান। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশের কাছে বিশ্রীভারে হেরেছিল আফগান শিবির। সেইসঙ্গেই প্রথম ম্যাচ হেরে এবারের এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছনোর সম্বাবনাও অনেকটা কঠিন হয়ে গিয়েছে আফগানিস্তানের। মঙ্গলবার এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে আফগানিস্তান। মরণ বাঁচন ম্যাচে তাদের জয়ের পাশাপাশি আরও বেশ কয়েকটা জায়গায় নজর রাখতে হবে আফগানিস্তানকে।
অন্যদিকে প্রথম ম্যাচ জিতে শ্রীলঙ্কাও এগিয়ে থেকেই নামছে তাদের বিরুদ্ধে। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্করদর্শন করেছিল শ্রীলঙ্কা।সেই পারফরম্যান্সই য়েআফগানিস্তানেক বিরুদ্ধেও তারা ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।তবে ব্যাটিংয়ের দিকেও এই ম্যাচে বাড়তি নজর রয়েছে শ্রীলঙ্কার। কারণ প্রতিপক্ষ শিবিরে রয়েছেন তারকা ক্রিকেটার রশিদ খান। যদিও বাংলাদেশের বিরুদ্ধে সেভাবে নিজেদের ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেননি আআফগান বাহিনী।
শেষ ম্যাচে মাত্র ২৪৫ রানই করতে পেরেছিল আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে যেতাদের ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই ভাল পারফরম্যান্স দেখাতে হবে তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ জয়ের পাশাপাশি রানরেটের দিকেও বাড়তি নজর রাখতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলেই শ্রীলঙ্কার সুপার ফোরের ছাড়াপত্র পাকা হয়ে যাবে। এই ম্যাচ অবশ্য পাকিস্তানের মাটিতে নামবে দুই দল। গদ্দাফী স্টেডিয়ামে শেষ হাসি কাদের মুখে ফোটে সেটা তো সময়ই বলবে।
পিচ কন্ডিশন
লাহোরের গদ্দাফী স্টেডিয়ামে পিচ বেশীরঙভাগসসময়ই ব্যাটারদের পক্ষে গিয়েছে। এই পিচে ব্যাটারদের ব্যাটে ভালভাবেই বল আসে। সেইসঙ্গে এই ম্যাচে মনে করা হচ্ছে যে বড় রানের লড়াই হতে পারে। টস জিতলে প্রথমে বোলিং নিয়ে রান তাড়া করার কৌশল এখানে অ্যাডভান্টেজ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কাঃ পাথুম নিসাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মহিশ থিকসানা, লাহিরু কুমারা, মথিসা পাথিরানা
আফগানিস্তানঃ রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিন জারদান, হসমতউল্লাহ শাহিদি, গুলাবুদ্দিন নাইব, রিয়াজ হাসান, নাজবুল্লাহ জারদান, মহম্মদ নবি, রশিদ খান, মুজিব ফর রহমান, ফজলহক ফারুকি, আব্লুদল রহমান
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা হেড টু হেড
ম্যাচ – ১০। আফগানিস্তান – ৩। শ্রীলঙ্কা – ৬। ফলাফল হয়নি – ১
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
সময় – দুপুর ৩টে ( ভারতীয় সময় )
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার
The post এশিয়া কাপ, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.