Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

এশিয়া কাপ, শ্রীলঙ্কা বনাম ভারতঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

সেপ্টে. 11, 2023

No tags for this post.

India vs Srilanka. ( Image Source: Twitter )

পাকিস্তানের বিরুদ্ধে এদিন প্রেমদাসা স্টেডিয়ামে সুপার ফোরের মঞ্চে নেমেছে ভারতীয় দল। ১২ ঘন্টার মধ্যেই ফের সুপার ফোরের আরও একটা ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতের প্রতি্রপক্ষ শ্রীলঙ্কা। ঘরের মাঠে নামলেও ভারতের থেকে যে শ্রীলঙ্কা ধারেভারে খানিকটা পিছিয়েই নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্স দেখার পর সেটা না ভাববার কোনও কারণ নেই। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।

পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা শুভমন গিলের দুরন্ত পারফরম্যান্স। এরপর রিজার্ভ ডে-তে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুরন্ত পারফরম্যান্স। সেখানেই পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছি্লেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এই দুই তারকা ক্রিকেটারের ব্যাটাই ছিল সেঞ্চুরীর ঝলক। আর তাতেই যে পাকিস্তান বধের রাস্তাটা তৈরি করে ফেলেছিল টিম ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। এই প্রেমদাসা স্টেডিয়ামেই  মুখোমুখি হতে চলেছে দুই দল।

অন্যদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। সেখানেই অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধেও যে তারা সেই বোলিং পারফরম্যান্সের ওপরই  জোর দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। তবে ভারতীয় দলের এমন ব্যাটিং পারফরম্যান্সই যে তাদের প্রধান আত্মবি্শ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই প্রেমদাসা স্টেডিয়ামেই নামতে চলেছে দুই দল।

পিচ কন্ডিশন

এই পিচে দলের পেসাররা যদি তাদের ব্যাটিং লাইন লেন্থ বজায় রাখতে পারে তবে সাফল্য পেতে পারেন। সময় এগনোর সঙ্গে সঙ্গে এই পিচে স্পিনাররাও বাড়তি সুবিধা পেতে পারেন। একইসঙ্গে এই পিচে নতুন ব্যাটারদের বড় শট খেলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী টস জিতে প্রথমে বোলি্ংয়ের সিদ্ধান্ত নিতে পারে অধিনায়ক।

সম্ভাব্য একাদশ

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীনন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কাঃ পাতুম নিসাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মহিশ থিকসানা, কসুন রজিথা, মতিসা পাথিরানা।

ভারত বনাম শ্রীলঙ্কা হেড টু হেড

ম্যাচ – ১৬৫। ভারত-  ৯৬। শ্রীলঙ্কা – ৫৭। ফলাফল হয়নি – ১১। ড্র – ১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময়- দুপুর ৩টে( ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং- ডিজনি + হটস্টার

 

The post এশিয়া কাপ, শ্রীলঙ্কা বনাম ভারতঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

Related Posts

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের জায়গা পাওয়া নিয়ে মুখ খুললেন অ্যারন ফিঞ্চ

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের জায়গা পাওয়া নিয়ে মুখ খুললেন অ্যারন ফিঞ্চ

Ravichandran Ashwin. ( Image Source: Twitter ) অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ মনে করছেন যে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারবেন না। তার মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে...

বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের অন্দরে টালমাটাল পরিস্থিতি, স্পনসর বয়কটের পথে ক্রিকেটাররা

বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের অন্দরে টালমাটাল পরিস্থিতি, স্পনসর বয়কটের পথে ক্রিকেটাররা

Pakistan Team. ( Image Source: PCB/Twitter ) বিশ্বকাপ শুরু হতে আর দু সপ্তাহও বাকি নেই। শেষ মুহর্তের প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি দল। কিন্তু সেই বিস্বরকাপে নামার আগেই কর্যত তোলপাড় পাকিস্তান ক্রিকেট। ইতিমধ্যেই পাকি্স্তানের ভারতে আসার ভিসা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে।...

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের ম্যাচ অফিলিয়ালসদের তালিকা প্রস্তুত আইসিসির

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের ম্যাচ অফিলিয়ালসদের তালিকা প্রস্তুত আইসিসির

Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter ) আগামী ১৪ অক্টেবর বিশ্ব ক্রিকেটের মঞ্চে সবচেয়ে বড় লড়াই। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরো এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সময় যত এগোচ্ছে ততই চড়তে শুরু করেছে ভারত...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy