এশিয়া কাপ, শ্রীলঙ্কা বনাম ভারতঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

সেপ্টে. 11, 2023

Spread the love

India vs Srilanka. ( Image Source: Twitter )

পাকিস্তানের বিরুদ্ধে এদিন প্রেমদাসা স্টেডিয়ামে সুপার ফোরের মঞ্চে নেমেছে ভারতীয় দল। ১২ ঘন্টার মধ্যেই ফের সুপার ফোরের আরও একটা ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতের প্রতি্রপক্ষ শ্রীলঙ্কা। ঘরের মাঠে নামলেও ভারতের থেকে যে শ্রীলঙ্কা ধারেভারে খানিকটা পিছিয়েই নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্স দেখার পর সেটা না ভাববার কোনও কারণ নেই। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।

পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা শুভমন গিলের দুরন্ত পারফরম্যান্স। এরপর রিজার্ভ ডে-তে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুরন্ত পারফরম্যান্স। সেখানেই পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছি্লেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এই দুই তারকা ক্রিকেটারের ব্যাটাই ছিল সেঞ্চুরীর ঝলক। আর তাতেই যে পাকিস্তান বধের রাস্তাটা তৈরি করে ফেলেছিল টিম ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। এই প্রেমদাসা স্টেডিয়ামেই  মুখোমুখি হতে চলেছে দুই দল।

অন্যদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। সেখানেই অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধেও যে তারা সেই বোলিং পারফরম্যান্সের ওপরই  জোর দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। তবে ভারতীয় দলের এমন ব্যাটিং পারফরম্যান্সই যে তাদের প্রধান আত্মবি্শ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই প্রেমদাসা স্টেডিয়ামেই নামতে চলেছে দুই দল।

পিচ কন্ডিশন

এই পিচে দলের পেসাররা যদি তাদের ব্যাটিং লাইন লেন্থ বজায় রাখতে পারে তবে সাফল্য পেতে পারেন। সময় এগনোর সঙ্গে সঙ্গে এই পিচে স্পিনাররাও বাড়তি সুবিধা পেতে পারেন। একইসঙ্গে এই পিচে নতুন ব্যাটারদের বড় শট খেলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী টস জিতে প্রথমে বোলি্ংয়ের সিদ্ধান্ত নিতে পারে অধিনায়ক।

সম্ভাব্য একাদশ

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীনন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কাঃ পাতুম নিসাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মহিশ থিকসানা, কসুন রজিথা, মতিসা পাথিরানা।

ভারত বনাম শ্রীলঙ্কা হেড টু হেড

ম্যাচ – ১৬৫। ভারত-  ৯৬। শ্রীলঙ্কা – ৫৭। ফলাফল হয়নি – ১১। ড্র – ১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময়- দুপুর ৩টে( ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং- ডিজনি + হটস্টার

The post এশিয়া কাপ, শ্রীলঙ্কা বনাম ভারতঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador