Shreyas Iyer. (Photo by Joe Allison/Getty Images)
৩০শে আগস্ট, বুধবার থেকে এশিয়া কাপ শুরু হবে। এর আগে ভারতীয় দলের প্রধান কোচ শ্রেয়াস আইয়ারের চোট নিয়ে মুখ খুলেছেন। ২রা সেপ্টেম্বর, শনিবার, এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। প্ৰথম ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ হল পাকিস্তান। সুতরাং, প্ৰথম ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচটি শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বেঙ্গালুরুতে একটি সংবাদ সম্মেলনে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের ফিটনেসের ব্যাপারে কথা বলেছেন রাহুল দ্রাবিড়। শ্রেয়াস এবং রাহুল উভয়েই এশিয়া কাপ ২০২৩-এ কামব্যাক করতে চলেছেন। এই দুইজন খেলোয়াড়কেই চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল। কেএল রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ চলাকালীন চোট পেয়েছিলেন। অন্যদিকে, শ্রেয়াস আইয়ার তার আগে থেকেই চোটে ভুগছিলেন এবং তিনি এবারের আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি। রাহুল এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি। তিনি আসন্ন এশিয়া কাপে প্ৰথম দুটি ম্যাচে খেলতে পারবেন না।
সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেন, “শ্রেয়াস আইয়ার পুরোপুরি ফিট, তিনি সমস্ত বক্সে টিক দিয়েছেন – ক্যাম্পে ব্যাট করেছেন এবং অনেক সময় ধরে ফিল্ডিং করেছেন। একমাত্র যে জিনিসটি তিনি মিস করেছেন তা হল খেলার সময়। তাকে দেখে বেশ ভালো লাগছিল এবং তাকে আরও খেলার সময় দেওয়াটাই এখন আমাদের লক্ষ্য, আশা করি এশিয়া কাপে এটি পূরণ হয়ে যাবে। ফিটনেসের ক্ষেত্রে তিনি সত্যিই ভালো করেছেন, সত্যিই ভালো ব্যাটিং করেছেন, সমস্ত বক্সে টিক দিয়েছেন।”
তিনি আরও বলেন, “তিনি (কেএল রাহুল) এবং শ্রেয়াস উভয়ই একই পরিস্থিতিতে রয়েছেন। কেএলের ক্ষেত্রে আমরা একটু সতর্কতার সাথে এগোচ্ছি। আমরা আশা করছি যে তিনি শুধুমাত্র প্রথম দুটি ম্যাচ মিস করবেন এবং সফরের শেষের অংশে তিনি উপলব্ধ থাকবেন।”
“আমরা সর্বদাই ছেলেদের দলে জায়গা দেওয়ার চেষ্টা করেছি” – রাহুল দ্রাবিড়
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে ভারত দলে অনেক পরীক্ষা-নিরীক্ষা করছে। রাহুল দ্রাবিড় বলেছেন যে পরীক্ষাগুলি নির্দিষ্ট লক্ষ্য মাথায় রেখে করা হয়েছিল।
রাহুল দ্রাবিড় বলেন, “আমাদের ছেলেদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়েছিল কে সেই পজিশনে ব্যাট করতে পারে তা দেখার জন্য। যখন একটি পজিশনের খেলোয়াড় অনুপলব্ধ থাকেন তখন আমাদের অন্য ছেলেদের সুযোগ দিতে হয়। আমরা সর্বদাই ছেলেদের দলে জায়গা দেওয়ার চেষ্টা করেছি।”
The post এশিয়া কাপ ২০২৩-এর আগে শ্রেয়াস আইয়ারের ফিটনেস নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.