এশিয়া কাপ ২০২৩, ভারত বনাম বাংলাদেশঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

সেপ্টে. 14, 2023

Spread the love

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images)

শুক্রবার এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই হতে চলেছে সেই ম্যাচ। এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত হারেনি ভারতীয় দল। অপরাজিত তকমা নিয়েই এগিয়ে চলেছে তারা। বাংলাদেশের বিরুদ্ধেও যে টিম ইন্ডিয়া সেই ধারা বজায় রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বাংলাদেশ এখনও পর্যন্ত  এবারের এশিয়া কাপে সুপার ফোরের মঞ্চে একটিও ম্যাচে জিততে পারেনি।  এশিয়া কাপ থেকে এবারের মতো বিদায় হয়েছে বাংলাদেশের।

ভারতের বিরুদ্ধে নামার আগেও বাংলাদগেশ শিবিরে তাদের তারকা ক্রিকেটার মুশফি্কুর রহিম নেই।  সেটা যে ভারতের মতো দলের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই ম্যাচ যে এখন তাদের কাছে শুধুই নিয়ম রক্ষার ম্যাচ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

টানা ম্যাচ খেলার পর ভারতীয় দলও যে এই ম্যাচে তাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচের আগেই ভারতীয় দলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তাতেও বাংলাদেশের বিরুদ্ধে তাঁর দলে ফেরার যে খুব  একটা সম্ভাবনা রয়েছে,তেমনটা নয়। সেইসঙ্গেই কয়েকজনকে বিশ্রামও দেওয়া হতে পারে এই ম্যাচে। যদিও শেষপর্যন্ত কী হবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ভারতীয় দল যে এই ম্যাচ জিতে নিজেদের অপরাজিত তকমা ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।

পিচ কন্ডিশন

এবারের প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ব্যাটারদের সাহায্য করতেই বেশীরভাগ সময় দেখা গিয়েছে। তবে এই পিচে সাফল্যের প্রধান চাবিকাঠি হতে চলেছে ধৈর্য। মিডল ওভারের দিকেই দলের ব্যাটাররা বড় শট খেলার দিকে এগিয়ে যেতে পারেন। এই পিচ বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পিচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা খানিকটা হলেও এগিয়ে রাখতে পারে।

সম্ভাব্য একাদশ

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

বাংলাদেশঃ মহম্মদ নঈম, মেহিদী হাসান, লিটন দাস, সাকিব অল হাসান, তওহিদ হৃদয়, আফিফ হোসেম, শামিম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম, হাসান মাহমুদ

ভারত বনাম বাংলাদেশ হেড টু হেড

ম্যাচ – ৩৯। ভারত – ৩১।বাংলাদেশ – ৭। ফলাফল হয়নি – ১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – দুপুর ৩টে (ভারতীয় সময় )

টেলিভিশন ব্র্ডকাস্ট – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

The post এশিয়া কাপ ২০২৩, ভারত বনাম বাংলাদেশঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador