Shubman Gill. ( Image Source: disney + hotstar )
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে রান না পেলেও শেষ ওডিআইতেই ফের একবার জ্বলে ুঠেছেন বারতীয় দলের তরুণ তাারকা শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করাই শুধু নয়, ম্যাচের সেরার শিরোপাও ছিনিয়ে নিয়েছেন শুভমন গিল। সেই ম্যাচেই ওডিআইের মঞ্চে গড়েছেন নয়া রেকর্ডও। ভারতীয় ক্রিকেটার হিসাবে ২৭টি ওডিআই ম্যাচ কেলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে ৮৫ রকানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার।
টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ভারতের এই তরুণ ক্রিকেটার। শুরু থেকেই ঈশান কিষাণের সঙ্গে ছিলেন দুরন্ত ফর্মে। ওপেনিংয়ে ১৪৩ রানের পার্টনারশিপ গহড়ার পাসাপাশি ভারতীয় দলের বড় রানের ইনিংসটাও কার্যত পাকা করে দিয়েছিলেন তিনি। ৮৫ রানের ইনিংস খেলেই থেমেছিলেন ভারতীয় দলের এই তরুণ তারকা । আর সেই রানের সঙ্গেই ২৭ ম্য়াচ খেলে ওডিআই ফর্ম্যাটে এখন শুভমন গিলের রান ১৪৩৭।
সিরিজের শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন শুভমন গিল
এই রেকর্ড ছিল এদিন পাকিস্তানের ইমাম উল হকের। সেই রেকর্ডই এবারক গদড়লেন বারতের সুভমন গিলও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে যেমন সাফল্য পাননি তিনি। তেমনই প্রথম দুটো ওডিআই ম্যাচেও শুভমন গিল ব্যর্থ হেয়েই সাজঘরে ফিরেছিলেন। তাঁর পারফরম্যান্স নিয়ে কানিকটা গুঞ্জনও সুরু হয়েছিল। এমন পরিস্থিতিতে শেষ ওডিআই ম্যাচেই সকলকে জবাবটা দিয়ে দিয়েছেন শুভমন গিল। সেঞ্চুরী ইনিংস খেলতে পারেননি ঠিকই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক কিন্তু তিনি্ই।
৯২ রানে ৮৫ রানের ইনিংস জুড়ে শুভমন গিল খেলেছেন ১১টি বাউন্ডারি। একইসঙ্গে নতু রেকর্ডও গেেড়েছেন তিনি। এই মরসুমে ব্যাটহাতে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। ঘরের মাঠে শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পর্মে রয়েছেন তিনি। নিউ জিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে দ্বিশতরান। এছাড়া সে়ঞ্চুরীও করেছেন শুভমন গিল। আইপিএলের মঞ্চেও এবার শুভমন গিল রয়েছেন অসাধারণ ইনিংস।
এবারের আইপিএলের ম়ঞ্চে সর্বোচ্চ রানের মালিকও তিনিই। তাঁর হাত ধরেই এবারের আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল ভারতীয় দল। সেইসঙ্গে তিনি পেয়েছিলেন তিনটি সেঞ্চুরীও। সেই শুভমন গিলের মুকুটে এবার নয়া পালক।
The post ওডিআই ক্রিকেটের মঞ্চে এবার নয়া রেকর্ডের মালিক শুভমন গিল appeared first on CricTracker Bengali.