Wasim Jaffer. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বাছাইপর্ব থেকে বিদায় নেওয়ার পর ভারতের বিরুদ্ধেও এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচে অনেক বড় ব্যবধানে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট ম্যাচেও খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে ছিল না ক্রেগ ব্রেথওয়েটের নেতৃত্বাধীন দল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি শেষমেশ ড্র হয়েছিল।
ওডিআই সিরিজেও শুরুটা ভালোভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্ৰথম ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে শাই হোপের নেতৃত্বাধীন দল। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। শাই হোপ বাদে কেউই তেমন বেশি রান করতে পারেননি। তিনি ৪৫ বলে মাত্র ৪৩ রান করতে সক্ষম হয়েছিলেন। ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার দাপটে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এই দুই অভিজ্ঞ স্পিনার মিলে মোট ৭টি উইকেট শিকার করেছিলেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের ব্যাপারে মুখ খুলেছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার কারণও উল্লেখ করেছেন।
ইএসপিএনক্রিকইনফোতে ওয়াসিম জাফর বলেন, “তারা খুব খারাপ ক্রিকেট খেলেছে এবং এটি হতাশাজনক বিষয়। এই ফরম্যাটে এবং সাধারণভাবে তাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। আমি ভেবেছিলাম পিচটি ভালো ছিল না, এতে গতি কিছুটা উপর এবং নিচ হচ্ছিল।”
তিনি আরও বলেন, “সম্ভবত এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফায়ারে এমন দলের কাছে হেরেছিল যারা তাদের মতো এতটা ভালো নয়। অন্য দল যারা তাদের বিপক্ষে ভালো খেলেছে তাদের কৃতিত্ব দিতে হবে।”
প্ৰথম ওডিআই ম্যাচে পরাজিত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ
নিজের দলের খারাপ পারফরম্যান্সের ব্যাপারে মুখ খুলেছেন শাই হোপ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার দলের এই খারাপ পারফরম্যান্স নিয়ে তিনি কোনো অজুহাত দিতে চান না।
ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে শাই হোপ বলেন, “আমি শুধু এটুকুই বলতে চাই, আমাদের যেভাবে খেলার প্রয়োজন ছিল আমরা সেভাবে খেলিনি। একটি চ্যালেঞ্জিং পিচে আমাদের স্কোর করার উপায় খুঁজে বের করতে হবে। আমি অজুহাত তৈরি করছি না, তবে যারা ক্রিকেট দেখেন তারা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। কিন্তু আমাদের স্কোর করার উপায় খুঁজে বের করতে হবে।”
The post ওডিআই ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ওয়াসিম জাফর appeared first on CricTracker Bengali.