Marnus Labuschagne. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং প্রধান নির্বাচক জর্জ বেইলি ওডিআই বিশ্বকাপের প্রাথমিক দল থেকে মার্নাস ল্যাবুশেনের বাদ পড়ার বিষয়ে তার মতামত জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নির্বাচন কমিটি ৫ই অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে অস্ট্রেলিয়া একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে সেই দলে অভিজ্ঞ ব্যাটার মার্নাস ল্যাবুশেনের নাম না থাকা অনেকের নজর কেড়েছে। বেইলি বলেছেন যে ওডিআই ফরম্যাটে ল্যাবুশেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও তিনি বলেছেন যে সাদা বলের ক্রিকেটে ফোকাস করার জন্য ল্যাবুশেন অস্ট্রেলিয়া ‘এ’-এর হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেন।
জর্জ বেইলি সাংবাদিকদের বলেন, “আমরা জানি যে মার্নাস তার সেরাটা খেললে ওডিআই দলে জায়গা ধরে রাখতে পারবেন, আমরা তাকে যে ভূমিকাটি দিয়েছিলাম তাতে তিনি ধারাবাহিকভাবে রান করতে পারেননি। আমরা সবাই জানি যে মার্নাস একজন অসাধারণ খেলোয়াড়; তিনি অস্ট্রেলিয়া ‘এ’-এর কিছু ম্যাচের অংশ হতে চলেছেন যাতে তিনি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারেন।”
“স্পষ্টতই আমরা যে স্কোয়াডটি দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছি সেটি বিশ্বকাপে খেলার দৌড়ে এগিয়ে আছে” – জর্জ বেইলি
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজ খেলবে। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটি আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়াকে প্রস্তুত হতে সাহায্য করবে। জর্জ বেইলি বলেছেন যে দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডটিতে যারা রয়েছেন তারা বিশ্বকাপের জন্য দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।
জর্জ বেইলি বলেন, “স্পষ্টতই আমরা যে স্কোয়াডটি দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছি সেটি বিশ্বকাপে খেলার দৌড়ে এগিয়ে আছে। কিন্তু মার্নাস, তার বয়স এবং তার যে দক্ষতা আছে তাতে আমাদের সন্দেহ নেই যে তিনি ভবিষ্যতে একদিনের ক্রিকেটে ভূমিকা রাখবেন। এটা কখন হবে সে বিষয়ে আমি আপনাকে কোনো সময় দিতে পারব না, তবে অবশ্যই আমরা জানি যে তার সেরা সময়ে তিনি সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য অস্ট্রেলিয়ার ১৮ জনের প্রাথমিক দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
The post ওডিআই ক্রিকেটে মার্নাস ল্যাবুশেনের পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন জর্জ বেইলি appeared first on CricTracker Bengali.