Mohammed Siraj. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty ImagesImage )
১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়া কাপের ইতিহাসে অন্যতম বড় জয় টিম ইন্ডিয়ার। তবে এই জয়ের পিছনে ভারতীয় দলের প্রদান কারিগড় ছিলেন মহম্মদ সিরাজ। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি একাই ম্যাচের ভবিষ্যত ঠিক করে দিয়েছিলেন। ম্যাচের শুরু থেকেই মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের ঝলর ছিল মাঠে। সেখানেই তাঁর সামনে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার তারকা ব্যাটিং লাইনআপ। কার্যত অসহায়ের মতে আত্মসমর্পন করতে তাদের বাধ্য করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। রান দিয়েছিলেন মাত্র ২১। এমন বোলিং পারফরম্যান্সের সঙ্গেই কেরিারের অন্যতম দুটো রেকর্ড গড়ে ফেললেন তিনি। এদিন নিজের তৃতীয় ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। সেইসঙ্গেই চামিন্ডা ভাসের ২০ বছরের পুরনো রেকর্ড স্পর্ষ করলেন এই তারকা ক্রিকেটার। ওডিআই ফর্ম্যাটে যুগ্মভাবে দ্রুততম ৫ উইকেট নেওয়াকর নিজর গড়েথেন মহম্মদ সিরাজ। এদিন ১৬ বলে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবেও গড়েছেন রেকর্ড।
৭ ওভারে ২১ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ
একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মহম্মদ সিরাজ। এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মহম্মদ সিরাজ যে অন্যতম প্রধান কারিগড় তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গ ফাইনালের মঞ্চে ভারতের জয়ের নায়কও তিনিই। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে-তে নিজের তিন ওভারের মধ্যে একাই তুলে নিলেন পাঁচ উইকেট । সেই সময় রান দিয়েছিলেন মাত্র ৫। ওডিআই ফর্ম্যাটে দেশের জার্সিতে এখনও পর্যন্ত এটাই তাঁর সেরা পারফরম্যান্স। যদিও সময় এগনোর সঙ্গে সঙ্গে মহম্মদ সিরাজ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিলেন।
এদিন মহম্মদ সিরাদজকে বেশীক্ষণ বোলিং করতে হয়নি। ৭ ওভার বোলিং করেছেন মহম্মদ সিরাজ। সেখানেই ৬টি উইকেট গিয়েছে মহম্মদ সিরাজের ঝুলিতে। কান দিয়েছেন মাত্র ২১। মহম্মদ সিরাজের এই পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।
কুশল পেরেরার উইকেট নিয়ে শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই মাঠে শুরু মহম্মদ সিরাজের ঝড়। শুরুটা করেছিলেন পাথুম নিসাঙ্কার উইকেটটা নিয়ে। এরপর বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দেখিয়ে একে একে সামারা বিক্রমা, চরিথ আসালঙ্কা, দাসুন শনাকা এবং ধনঞ্জয় ডিসিলভাগদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই যে ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এরকপরও থেমে থাকেননি তিনি। এদিন মহম্মদ সিরাজের শেষ শিকার ছিলেন কুশল মেন্ডিস।
The post ওডিআই ফর্ম্যাটে একমাত্র ভারতীয় বোলার হিসাবে এক ওভারে ৪ উইকেটের রেকর্ড মহম্মদ সিরাজের appeared first on CricTracker Bengali.