Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)
২০১৯ বিশ্বকাপের আগে থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই ভারতীয় দলের চার নম্বর পজিশনের সমস্যা নিয়ে কিন্তু কথাবার্তা এখনও বন্ধ হয়নি। বরং এশিয়া কাপে লোকেশ রাহুল নাকি শ্রেয়স আইয়ার কে সেই চার নম্বর পজিশন সামলাবেন তা নিয়েই নানা আসোচনা চলছে। এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর যেকোনও ক্রিকেটারই যেকোনও পজিশনে খেলতে পারে। ভারতীয় দলের চার নম্বর পজিশন নিয়ে কোনও সমস্যা থাকা উচিত্ নয় বলেই মনে করছেন তিনি।
দল ঘোষণার পর এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর কথার ইঙ্গিতও ছিল এনেকটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই কথার মতোই। দল ঘোষণার পরই রোহিত শর্মা জানিয়েছিলেন যে তাদের এমন ক্রিকেটার চাই যারা দলের প্রয়োজনে যেকোনও পজিশনেই খেলতে পারবেন। এবার সেই একই কথা কার্যত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকেও শোনা গিয়েছে।
সোমবার এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে চার নম্বর পজিশনটা একটা সংখ্যা মাত্র। সেখানেই ভারতীয় দলের যেকোনও ব্যাটারই নিজেকে মানিয়ে নিতে পারবেন। বিরাট কোহলি থেকে শুরু করে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের যদি সেই দায়িত্ব দেওয়া হয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে হয় না তাতে খুব একটা অসুবি্ধা হবে। এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের এবং সচিন তেন্ডুলকরেরও উদাহরণ দিকে পিছপা হননি। শুরুর দিকে তারাও লোয়ার অর্ডারে ব্যাটিং করা শুরু করেছিলেন। কিন্তু ধীরে ধীরে ক্রমশই ওপরের সারিতে উঠে এসেছিলেন। এই দল নিয়েও আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক।
তিনি জানিয়েছেন, “৪ নম্বর একটা সংখ্যা মাত্র। সেখানে যেকোনও ক্রিকেটারই খেলতে পারেন। আমি একেবারেই বিশ্বকাস করিনা যে কোনও ক্রিকেটার জন্ম থেকেই ওপেনার কিংবা চার নম্বর, তিন নম্বর পজিশনে খেলার জন্য আসেন। আমি যখন শুরু করেছিলাম সেই সম. মিডল অর্ডারে খেলতাম। এরপর সচিন তেন্ডুলকর যখন অধিনায়ক হয়েছিলেন সেই সময় আমাকে ওপেনিং করার কথা বলা হয়েছিল। সচিনও ছয় নম্বর পজিশনে শুরু করেছিল। কিন্তু তিনি যখন ওপেন করলেন সেই সময় বিশ্বের সেরা ক্রিকেটার হয়ে উঠেছিলেন। যে কেউই সেই চার নম্বর পজিশনে খেলতে পারেন। সেখানে বিরাট কোহলি রয়েছেন। শ্রেয়স আইয়ার সেই পজিশনে আগে ভাল খেলেছেন”।
সোমবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দল নিয়েই এখন নানান আলোচনা চলছে। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post ওডিআই ফর্ম্যাটে ৪ নম্বর পজিশন নিয়ে ভারতের চিন্তার কিছু নেই, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.