World Cup 2023 Anthem. (Photo Source: Twitter/ICC)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ২০শে সেপ্টেম্বর, বুধবার, আসন্ন এই টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই গানের ভিডিওটিতে বলিউড তারকা রণবীর সিং সহ অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসাররা রয়েছেন।
ধনশ্রী ভার্মা, গৌরব তানেজা, স্কাউট, বিইউনিক এবং আরও বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারকে এই গানের ভিডিওটিতে দেখা গেছে। আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমের টাইটেল হল “দিল জশন বোলে”। বিখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী এই গানটিতে সুর দিয়েছেন এবং গায়ক নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাসা, চরণ সংগীতটিতে তাদের কণ্ঠ দিয়েছেন। এই গানটি লিখেছেন শ্লোক লাল এবং সাভেরি ভার্মা।
একটি ট্রেনের বগিকে গানের ভিডিওটির থিম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটিতে অফিসিয়াল মাসকটগুলিকেও দেখানো হয়েছে। গানটির শুরুতেই রণবীর সিংকে দেখানো হয়েছে। এরপর প্রীতম চক্রবর্তী চলন্ত ট্রেনটির বগির উপরে এসে উপস্থিত হন। ইস্পোর্টস গেমার এবং ইনফ্লুয়েনসার স্কাউট, বি ইউনিক, ভিরাজ ঘেলানি, গৌরব তানেজা (ফ্লাইং বিস্ট), ক্রীড়া উপস্থাপক যতীন সাপ্রু এবং যুজবেন্দ্র চাহালের স্ত্রী এবং নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা একে একে ভিডিওতে আত্মপ্রকাশ করেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে
৫ই অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড এবং কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর বিজেতা এবং রানার্স-আপের মধ্যে এই ম্যাচ খুব রোমাঞ্চকর হবে বলে আশা করা যায়।
৮ই অক্টোবর, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। এবারের বিশ্বকাপের মঞ্চে ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ের জন্যই এটি হল প্ৰথম ম্যাচ।
এই টুর্নামেন্টটি ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে। এটিতে ১০টি দেশ অংশগ্রহণ করবে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ রাউন্ড রবিন ফরম্যাট অনুযায়ী খেলা হবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। এই সিরিজটির জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই সিরিজটিতে ভারতীয় দল জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post ওডিআই বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করল আইসিসি, ভিডিওতে রয়েছেন রণবীর সিং, ধনশ্রী ভার্মা সহ আরও অনেকে appeared first on CricTracker Bengali.